সর্বশেষ

ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি নাসির উদ্দিন

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ২১:২০
ডিসেম্বরের প্রথমার্ধেই নির্বাচনের তফসিল ঘোষণা হবে: সিইসি নাসির উদ্দিন

আগামী ডিসেম্বরের প্রথমার্ধেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।

 

শনিবার (১৮ অক্টোবর) বিকেলে বরিশালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। এর আগে তিনি বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনসহ আইনশৃঙ্খলা রক্ষাবাহিনীর কর্মকর্তাদের সঙ্গে এক সমন্বয় সভায় অংশ নেন।

 

সিইসি নাসির উদ্দিন বলেন, “বর্তমান পরিস্থিতি ও প্রশাসনিক প্রস্তুতির ওপর ভিত্তি করে ডিসেম্বরের প্রথমার্ধেই জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। এরপর নির্ধারিত সময়ের মধ্যেই ভোটগ্রহণ সম্পন্ন হবে।”

 

আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “যেহেতু আওয়ামী লীগের সকল কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে, তাই বিচার প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তারা নির্বাচনে অংশ নিতে পারবে না। তবে, বিচার সম্পন্ন হলে বিষয়টি পুনর্বিবেচনা করা যেতে পারে।”

 

এনসিপির শাপলা প্রতীক দাবির বিষয়ে সিইসি বলেন, “নির্বাচন কমিশনের নিবন্ধিত প্রতীক তালিকায় শাপলা নেই। তাই এ প্রতীক বরাদ্দের সুযোগ নেই।”

 

তিনি আরও বলেন, “নির্বাচন কমিশন কোনো গোয়েন্দা সংস্থার দ্বারা প্রভাবিত হবে না। আমরা সম্পূর্ণ স্বাধীন ও নিরপেক্ষভাবে কাজ করব, যাতে একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করা যায়।”

 

সভায় বরিশাল বিভাগের কমিশনার, ছয় জেলার জেলা প্রশাসক এবং আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশে যাওয়ার প্রস্তুতি আদানি গ্রুপের

বকেয়া নিয়ে বিরোধ বাংলাদেশের বিরুদ্ধে আন্তর্জাতিক সালিশে যাওয়ার প্রস্তুতি আদানি গ্রুপের

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নিয়োগ বাতিলে উদীচীর তীব্র প্রতিবাদ

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নিয়োগ বাতিলে উদীচীর তীব্র প্রতিবাদ

কে চালাচ্ছে বাংলাদেশের রাজনীতি?

জাকার্তা পোস্টের বিশেষ প্রতিবেদন কে চালাচ্ছে বাংলাদেশের রাজনীতি?

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির নতুন বাস্তবতা

শ্রীলংকা গার্ডিয়ানের বিশেষ বিশ্লেষণ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির নতুন বাস্তবতা

২০৮ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র তিনটি: জনপ্রশাসন সংস্কার আটকে কোথায়?

সংস্কারের হাল-হকিকত ২০৮ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র তিনটি: জনপ্রশাসন সংস্কার আটকে কোথায়?

আজ জেলহত্যা দিবস

৩রা নভেম্বর আজ জেলহত্যা দিবস

বিশ্ববাজারে গমের দরপতন, দেশে উল্টো বাড়ছে আটার দাম

অতিরিক্ত দামে বিপাকে স্বল্প আয়ের মানুষ বিশ্ববাজারে গমের দরপতন, দেশে উল্টো বাড়ছে আটার দাম

স্বাস্থ্য খাতে ৩৩ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র ৬টি

সংস্কারের হাল-হকিকত স্বাস্থ্য খাতে ৩৩ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র ৬টি