সর্বশেষ

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ

১৪ মাসে পুলিশের ওপর ১৯৫ হামলা

প্রকাশিত: ১২ অক্টোবর ২০২৫, ০২:৫৫
১৪ মাসে পুলিশের ওপর ১৯৫ হামলা

জুলাই আন্দোলনের মধ্য দিয়ে সরকার পরিবর্তনের পর থেকে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ক্রমেই প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে। গত ১৪ মাসে সারা দেশে পুলিশের ওপর ১৯৫টি হামলার ঘটনা ঘটেছে, যার মধ্যে অনেক ক্ষেত্রেই পুলিশ সদস্যরা মবের শিকার হয়েছেন। এসব হামলার ধরন ও বিস্তার উদ্বেগজনক মাত্রায় পৌঁছেছে, যা রাষ্ট্রীয় নিরাপত্তা ও শৃঙ্খলার জন্য হুমকিস্বরূপ।

 

সাম্প্রতিক কয়েকটি ঘটনায় দেখা গেছে, পুলিশের নিয়মিত অভিযানের সময়ই তারা হামলার মুখে পড়ছে। যেমন—নরসিংদীতে চাঁদাবাজি ঠেকাতে গিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আহত হন, সিলেটে শাহপরান থানার ওসিসহ পাঁচ জন আহত হন, ফেনীতে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতারে গিয়ে পুলিশের কাছ থেকে ওয়াকিটকি ও শটগান ছিনিয়ে নেওয়া হয়, চট্টগ্রামের পতেঙ্গায় অবৈধ অটোরিকশা আটক করতে গিয়ে ৫০-৬০ জনের হামলায় ট্রাফিক কনস্টেবল আহত হন, হবিগঞ্জে চোরাই মোবাইল উদ্ধার করতে গিয়ে পুলিশের ছয় সদস্য আহত হন।

 

পুলিশ সদর দপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের আগস্ট থেকে ২০২৫ সালের অক্টোবর পর্যন্ত ১৪ মাসে এসব হামলা ঘটেছে। চলতি বছরের জানুয়ারিতে হামলার সংখ্যা ছিল ৩১টি, যা আগস্টে বেড়ে দাঁড়ায় ৫১টিতে—এক মাসেই দ্বিগুণের বেশি বৃদ্ধি। এসব হামলার পেছনে রাজনৈতিক দলের নেতাকর্মীদের সম্পৃক্ততার অভিযোগও উঠেছে। ৪৪টি ঘটনায় ৩৯ জন আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে রাজনৈতিক কর্মীদের মাধ্যমে।

 

বিশ্লেষকরা বলছেন, পুলিশের মাঠপর্যায়ের সদস্যদের সঙ্গে নীতিনির্ধারণী পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়হীনতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। অধ্যাপক ড. তৌহিদুল হক মনে করেন, এই সমন্বয়হীনতা অপরাধীদের সাহসী করে তুলছে, কারণ তারা বুঝতে পারছে পুলিশের ওপর হামলা করলে তেমন প্রতিক্রিয়া হবে না।

 

পুলিশের অপারেশন কৌশলেও পরিবর্তন এসেছে। আগের ‘আক্রমণাত্মক’ পুলিশিংয়ের বদলে এখন ‘আত্মসমর্পণমূলক’ পুলিশিং চলছে, যা কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে ব্যর্থ হচ্ছে। ফলে মাদক, দখল, ছিনতাই রোধে অভিযান চালাতে গিয়ে পুলিশ উল্টো হামলার শিকার হচ্ছে।

 

বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন ও পুলিশ অ্যাসোসিয়েশন এসব ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, একটি কুচক্রী মহল পরিকল্পিতভাবে পুলিশের মনোবল দুর্বল করতে ইউনিফর্মধারী সদস্যদের পেশাগত কাজে বাধা দিচ্ছে ও লাঞ্ছিত করছে। তারা এসব বেআইনি কর্মকাণ্ডের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে।

সব খবর

আরও পড়ুন

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নিয়োগ বাতিলে উদীচীর তীব্র প্রতিবাদ

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নিয়োগ বাতিলে উদীচীর তীব্র প্রতিবাদ

কে চালাচ্ছে বাংলাদেশের রাজনীতি?

জাকার্তা পোস্টের বিশেষ প্রতিবেদন কে চালাচ্ছে বাংলাদেশের রাজনীতি?

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির নতুন বাস্তবতা

শ্রীলংকা গার্ডিয়ানের বিশেষ বিশ্লেষণ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির নতুন বাস্তবতা

২০৮ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র তিনটি: জনপ্রশাসন সংস্কার আটকে কোথায়?

সংস্কারের হাল-হকিকত ২০৮ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র তিনটি: জনপ্রশাসন সংস্কার আটকে কোথায়?

আজ জেলহত্যা দিবস

৩রা নভেম্বর আজ জেলহত্যা দিবস

বিশ্ববাজারে গমের দরপতন, দেশে উল্টো বাড়ছে আটার দাম

অতিরিক্ত দামে বিপাকে স্বল্প আয়ের মানুষ বিশ্ববাজারে গমের দরপতন, দেশে উল্টো বাড়ছে আটার দাম

স্বাস্থ্য খাতে ৩৩ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র ৬টি

সংস্কারের হাল-হকিকত স্বাস্থ্য খাতে ৩৩ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র ৬টি

ডিসেম্বরে বাংলাদেশে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ, ঝুঁকিতে ১৬ লাখ শিশু

আইপিসি রিপোর্ট ডিসেম্বরে বাংলাদেশে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ, ঝুঁকিতে ১৬ লাখ শিশু