সর্বশেষ

জামায়াতের ভূমিকা ভুলে যায়নি জনগণ: হাফিজ উদ্দিন

প্রকাশিত: ৮ অগাস্ট ২০২৫, ২০:৫৬
“আমার বয়স এখন ৮১ বছর, ইতিহাসের অনেক কিছু চোখে দেখেছি। দেশের জনগণ ভুলে যায়নি কে স্বাধীনতার পক্ষে ছিল, কে ছিল বিপক্ষে।”
জামায়াতের ভূমিকা ভুলে যায়নি জনগণ: হাফিজ উদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর স্থায়ী কমিটির সদস্য ও একাত্তরের মুক্তিযোদ্ধা হাফিজ উদ্দিন আহমেদ বলেছেন, জামায়াতে ইসলামী ভেবেছে, বাংলাদেশের মানুষের স্মরণশক্তি দুর্বল। অথচ, জনগণ এখনো ভুলে যায়নি ১৯৭১ সালে জামায়াতের ভূমিকা।

 

শুক্রবার (৮ আগস্ট) জাতীয় প্রেস ক্লাবে ‘জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তি’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় হাফিজ বলেন, “জামায়াত বলছে, জুলাই ঘোষণাপত্রে বাংলাদেশের প্রতিষ্ঠাকে গৌরবের সঙ্গে তুলে ধরা হয়নি। অথচ তারাই তো ’৪৭ সালে পাকিস্তান গঠনের বিরোধিতা করেছে, আবার ’৭১ সালে বাংলাদেশের স্বাধীনতারও বিরোধিতা করেছে। এখন নতুন নতুন বাণী দিয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।”

 

সাবেক এই সেনা কর্মকর্তা বলেন, “আমার বয়স এখন ৮১ বছর, ইতিহাসের অনেক কিছু চোখে দেখেছি। দেশের জনগণ ভুলে যায়নি কে স্বাধীনতার পক্ষে ছিল, কে ছিল বিপক্ষে।”

 

নির্বাচন বানচালের আশঙ্কা

 

তিনি আশঙ্কা প্রকাশ করে বলেন, “ভারতে আশ্রয় নিয়ে শেখ হাসিনা এই দেশে নাশকতা ঘটিয়ে নির্বাচন বানচালের চেষ্টা করবেন। সবাইকে সতর্ক থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র রুখে দিতে হবে।”

 

তিনি আরও বলেন, এবারের নির্বাচন হবে দুঃশাসন থেকে মুক্তির এবং গণতন্ত্র পুনরুদ্ধারের। “আমরা একটি নিরপেক্ষ নির্বাচন চাই এবং তা আয়োজনের দায়িত্ব নিতে হবে একটি গ্রহণযোগ্য অন্তর্বর্তী সরকারকে।”

 

পুলিশ ও র‍্যাব সংস্কারের দাবি

 

পুলিশ বাহিনীর সংস্কার না হওয়ায় হতাশা প্রকাশ করে হাফিজ বলেন, “এই বাহিনী এক সময় পেটুয়া বাহিনীতে পরিণত হয়েছিল। এখনো তাদের কার্যক্রম নিয়ে জনমনে সন্দেহ রয়েছে।”

 

তিনি দাবি করেন, র‍্যাবকে বিলুপ্ত করার সুপারিশ করা হলেও কোনো অগ্রগতি হয়নি। “এই বাহিনী নির্বাচন পরিচালনায় রাখা অনুচিত। তাদের অতীত কর্মকাণ্ড প্রমাণ করে, তারা নিরপেক্ষ নয়।”

 

সংখ্যানুপাতিক ভোট ব্যবস্থার বিরোধিতা

 

সংসদের উচ্চকক্ষে সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন আয়োজনের প্রস্তাব প্রত্যাখ্যান করে তিনি বলেন, “দেশের মানুষ সরাসরি একজন প্রতিনিধিকে ভোট দিতে চায়। পিআর পদ্ধতি জনগণের সঙ্গে সম্পর্কহীন।”

 

অনভিজ্ঞ অন্তর্বর্তী সরকার

 

তিনি বলেন, “প্রধান উপদেষ্টা ও অন্যান্যরা ভালো মানুষ হলেও রাজনীতিতে অনভিজ্ঞ। তবে আমি তাদের ধন্যবাদ জানাই, নির্বাচনের সময়সীমা ঘোষণা করায়। আশা করি, এই সরকার একটি নিরপেক্ষ নির্বাচন উপহার দেবে।”

সব খবর

আরও পড়ুন

নিউ ইয়র্কে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ, কনস্যুলেট কর্মীদের বিরুদ্ধে এনসিপির অভিযোগ

নিউ ইয়র্কে এনসিপি নেতার ওপর ডিম নিক্ষেপ, কনস্যুলেট কর্মীদের বিরুদ্ধে এনসিপির অভিযোগ

৫ রাজনীতিক নিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ইউনূস

৫ রাজনীতিক নিয়ে নিউইয়র্কের পথে প্রধান উপদেষ্টা ইউনূস

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন, ফরিদপুরে অবরোধ কর্মসূচি স্থগিত

বাগেরহাটে আসন পুনর্বহালের দাবিতে আন্দোলন, ফরিদপুরে অবরোধ কর্মসূচি স্থগিত

নির্বাহী আদেশে দল নিষিদ্ধ ভয়ংকর চর্চা: সালাহউদ্দিন আহমেদ

নির্বাহী আদেশে দল নিষিদ্ধ ভয়ংকর চর্চা: সালাহউদ্দিন আহমেদ

রাজনৈতিক কথামালা ছলনা, পরিসংখ্যান বলছে ভিন্ন বাস্তবতার গল্প

বাংলাদেশ-ভারত বাণিজ্য প্রভাব রাজনৈতিক কথামালা ছলনা, পরিসংখ্যান বলছে ভিন্ন বাস্তবতার গল্প

রিজভীর দাবি, নির্দিষ্ট সংগঠনকে জয়ী করতে চেয়েছে কর্তৃপক্ষ

ডাকসু-জাকসু নির্বাচনে জালিয়াতির অভিযোগ রিজভীর দাবি, নির্দিষ্ট সংগঠনকে জয়ী করতে চেয়েছে কর্তৃপক্ষ

লুৎফুজ্জামান বাবরকে ‘স্যার স্যার’ করে জড়িয়ে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর

লুৎফুজ্জামান বাবরকে ‘স্যার স্যার’ করে জড়িয়ে ধরলেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর

মৌলবাদীরা ‘বেহেশতের টিকেট’ বিক্রি করছেঃ গয়েশ্বর চন্দ্র রায়

মৌলবাদীরা ‘বেহেশতের টিকেট’ বিক্রি করছেঃ গয়েশ্বর চন্দ্র রায়