সর্বশেষ

বছরে দু’ইঞ্চি সরছে বাংলাদেশের ভূমি

মিয়ানমারের প্লেটের সঙ্গে সংঘর্ষে বাড়ছে ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকি

প্রকাশিত: ২৩ নভেম্বর ২০২৫, ১৭:১৭
মিয়ানমারের প্লেটের সঙ্গে সংঘর্ষে বাড়ছে ভয়াবহ ভূমিকম্পের ঝুঁকি

বাংলাদেশ-মিয়ানমার ভূতাত্ত্বিক সীমান্তে দীর্ঘদিন ধরে চাপ জমতে থাকায় ভবিষ্যতে অতি তীব্র ভূমিকম্পের ঝুঁকি বাড়ছে বলে সতর্ক করেছেন কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ভূতাত্ত্বিক মাইকেল স্টেকলার এবং তাঁর গবেষক দল। বাংলাদেশে গত শুক্রবারের ৫.৭ মাত্রার ভূমিকম্পে ১০ জনের মৃত্যু ও শতাধিক আহত হওয়ার ঘটনায় বিশেষজ্ঞরা বিস্মিত নন। তাদের মতে, বাংলাদেশের ভৌগোলিক অবস্থানই এই দুর্যোগের মূল কারণ এবং ভবিষ্যতে আরও বড় বিপর্যয় ঘটতে পারে।

 

২০০৩ সাল থেকে বাংলাদেশে গবেষণা চালিয়ে আসছেন স্টেকলার ও তাঁর সহযোগীরা। তারা দেশের বিভিন্ন স্থানে স্থায়ী জিপিএস যন্ত্র স্থাপন করে ভূত্বকের সূক্ষ্ম গতিবিধি পর্যবেক্ষণ করেছেন। গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ভূমি প্রতি বছর প্রায় দুই ইঞ্চি হারে উত্তর-পূর্ব দিকে সরে যাচ্ছে এবং মিয়ানমারের নীচের ভূত্বকের সঙ্গে ধীরে ধীরে সংঘর্ষে লিপ্ত হচ্ছে। এই সংঘর্ষের ফলে মাটির গভীরে বিপুল চাপ জমা হচ্ছে, যা কোনো একসময় হঠাৎ মুক্ত হলে ৮.২ থেকে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টি হতে পারে।

 

গবেষকদের ভাষ্যমতে, গত চারশো বছরে বাংলাদেশে অতি তীব্র কোনো ভূমিকম্প হয়নি। ফলে দীর্ঘ সময় ধরে ভূগর্ভে চাপ বেড়ে চলেছে। কখন এই চাপ হঠাৎ বিস্ফোরণ ঘটাতে পারে, তা নিশ্চিত করে বলা যাচ্ছে না—কয়েক বছরের মধ্যেও হতে পারে, আবার কয়েকশো বছরও লাগতে পারে। ঝুঁকিপূর্ণ এই ভূমিকম্পের সম্ভাব্য উৎস অঞ্চল প্রায় ১৫০ মাইল দীর্ঘ, যার মধ্যে ঢাকাও অন্তর্ভুক্ত।

 

বাংলাদেশের মাটির গঠনও ভূমিকম্পে ক্ষয়ক্ষতির ঝুঁকি বাড়িয়ে দেয়। গঙ্গা-ব্রহ্মপুত্রের বয়ে আনা পলিমাটি অত্যন্ত নরম ও আলগা, যা ভূমিকম্পের সময় কম্পনের মাত্রাকে আরও বৃদ্ধি করে। বিশেষজ্ঞদের মতে, ঢাকার একটি বড় সমস্যা হলো অপরিকল্পিত নগরায়ন। বহু বহুতল ভবনে নির্মাণবিধি মানা হয়নি; অনেক এলাকা ভঙ্গুর মাটির ওপর দাঁড়িয়ে আছে। স্টেকলার রসিকভাবে তুলনা করেছেন—“ঢাকা যেন জেলির বাটির ওপর দাঁড়ানো একটি শহর।”

 

শুক্রবারের ভূমিকম্পের উৎসস্থল ছিল নরসিংদীর পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে ১৪ কিলোমিটার দূরে। রিখটার স্কেলে ৫.৭ মাত্রার কম্পনে ঢাকার একটি বহুতলের রেলিং ভেঙে পড়ে তিন পথচারীর মৃত্যু হয়। দেশের বিভিন্ন জায়গায় দেওয়ালধসে আরও ৭ জন প্রাণ হারান। বিজ্ঞানীদের মতে, বৃহত্তর এক ভূমিকম্প হলে বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ ও ভারতের অন্যান্য অঞ্চলেও এর প্রভাব পড়বে।

সব খবর

আরও পড়ুন

রায়েরবাজারে জনসমাগম কম, তবু উচ্চারিত হলো মুক্তিযুদ্ধের অঙ্গীকার

শহীদ বুদ্ধিজীবী দিবস রায়েরবাজারে জনসমাগম কম, তবু উচ্চারিত হলো মুক্তিযুদ্ধের অঙ্গীকার

প্রণয় ভার্মাকে তলবের পর ঢাকার উদ্বেগ প্রত্যাখ্যান করল নয়াদিল্লি

প্রণয় ভার্মাকে তলবের পর ঢাকার উদ্বেগ প্রত্যাখ্যান করল নয়াদিল্লি

পরাজয় যতই স্পষ্ট, বুদ্ধিজীবী অপহরণের মাত্রা বাড়তে লাগল

একাত্তরের এই দিন | ১৩ ডিসেম্বর ১৯৭১ পরাজয় যতই স্পষ্ট, বুদ্ধিজীবী অপহরণের মাত্রা বাড়তে লাগল

বঙ্গোপসাগরে মার্কিন নৌবহর, ঢাকা দখলের লড়াই তীব্র; দেশজুড়ে মুক্তিবাহিনীর বিজয় অগ্রযাত্রা

একাত্তরের এইদিন | ১২ ডিসেম্বর বঙ্গোপসাগরে মার্কিন নৌবহর, ঢাকা দখলের লড়াই তীব্র; দেশজুড়ে মুক্তিবাহিনীর বিজয় অগ্রযাত্রা

ইউনেস্কোর স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প

আন্তঃরাষ্ট্রীয় পর্ষদের সভায় সিদ্ধান্ত ইউনেস্কোর স্বীকৃতি পেল টাঙ্গাইল শাড়ি বুনন শিল্প

ইউনূস সরকারের কার্যকলাপে ‘অপমানিতবোধ’ করছেন, ভোটের পরে সরে যেতে চান রাষ্ট্রপতি

রয়টার্সের সাথে সাক্ষাৎকার ইউনূস সরকারের কার্যকলাপে ‘অপমানিতবোধ’ করছেন, ভোটের পরে সরে যেতে চান রাষ্ট্রপতি

সুষ্ঠু ভোটের স্বপ্ন বনাম জনমনের শঙ্কা

ত্রয়োদশ জাতীয় নির্বাচন সুষ্ঠু ভোটের স্বপ্ন বনাম জনমনের শঙ্কা

গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক কষার অভিযোগ খোদ প্রধান উপদেষ্টার বিরুদ্ধে

পানামা পেপার্স খ্যাত আলিয়েভ কন্যাদের সঙ্গে বৈঠক গ্রামীণ টেলিকমের ৩০ হাজার কোটি টাকা পাচারের ছক কষার অভিযোগ খোদ প্রধান উপদেষ্টার বিরুদ্ধে