সর্বশেষ

জাকার্তা পোস্টের বিশেষ প্রতিবেদন

কে চালাচ্ছে বাংলাদেশের রাজনীতি?

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ২২:৪২
জাকার্তা পোস্টের বিশেষ প্রতিবেদনে গবেষক শাহাব এনাম খান বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা বিশ্লেষণ করেছেন। তাঁর মতে, অন্তর্বর্তী সরকার অর্থনৈতিক সংকট মোকাবিলায় ব্যর্থ। পাশাপাশি শাসনব্যবস্থার দুর্বলতা, জনসম্পৃক্ততার অভাব, বন্দর ইস্যুতে জনরোষ, এবং নির্বাচন কমিশনের অস্পষ্ট রোডম্যাপ নতুন প্রশ্ন তুলছে। বিডি ভয়েসের পাঠকদের জন্য প্রতিবেদনটির সংক্ষেপিত বাংলা অনুবাদ পুনঃমুদ্রন করা হল।
কে চালাচ্ছে বাংলাদেশের রাজনীতি?
বিডি ভয়েস গ্রাফিক্স

বাংলাদেশ এখন এক জটিল রাজনৈতিক সন্ধিক্ষণে দাঁড়িয়ে। অন্তর্বর্তী সরকার একদিকে অর্থনৈতিক বিপর্যয় ঠেকাতে অক্ষম, অন্যদিকে শাসনব্যবস্থার দুর্বলতা, সংস্কার প্রতিশ্রুতির অপূর্ণতা এবং জনমতের সঙ্গে বিচ্ছিন্নতা মিলিয়ে এক অদ্ভুত বিশৃঙ্খলার জন্ম দিয়েছে।

 

চট্টগ্রাম বন্দরের ইস্যু ও জনরোষ
 

প্রবল সমালোচনার মুখেও যখন সরকার বন্দর বিদেশিদের হাতে ছেড়ে দেওয়ার ব্যাপারে অনড় তখন গত ১ নভেম্বর চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অন্তর্বর্তী সরকার কর্তৃক বিদেশি কোম্পানিকে বন্দরের অপারেটিং লাইসেন্স দেওয়ার সিদ্ধান্তের বিরুদ্ধে বন্দর শ্রমিকদের অনশন ও প্রতিবাদ ছিল। এই ঘটনা সরকারের জনসম্পৃক্ততার অভাবকে সামনে নিয়ে আসে।

 

রাজনৈতিক বিভ্রান্তি ও দলগুলোর অবস্থান
 

আওয়ামী লীগের শাসনকাল শেষে অন্তর্বর্তী সরকার গঠিত হলেও, নির্বাচন কমিশনের রোডম্যাপ এখনো অস্পষ্ট। জামায়াতে ইসলামী থেকে শুরু করে বিএনপি পর্যন্ত সবাই সংস্কার ও অন্তর্বর্তী উপদেষ্টা পরিষদে পরিবর্তনের দাবি তুলেছে। বিএনপি অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক ভূমিকা পালনের আহ্বান জানিয়েছে।

 

সামাজিক মাধ্যম ও পরামর্শদাতাদের ভূমিকা


এই সরকার যেন সামাজিক যোগাযোগ মাধ্যমের সরকার। বিদেশে বসে থেকে সামাজিক মাধ্যমের “গ্ল্যাডিয়েটর”রা এখন উস্কানি দিয়ে দিয়ে প্রতিষ্ঠান ভাঙার খেলায় মত্ত, আর সরকার প্রবাসী এসব উগ্রবাদীদের ব্যাপারে এবং বিদেশি পরামর্শদাতাদের প্রতি অদ্ভুত নির্ভরতা দেখাচ্ছে। স্বজনপ্রীতি ও অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে, যা নির্বাচন পরিচালনায় বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি করছে।

 

সংস্কার কমিশন ও নাগরিক সমাজ
 

সংস্কার কমিশনগুলো “টিক মার্ক” সংস্কার চালাচ্ছে, যা বাস্তব পরিবর্তনের বদলে কাগজে-কলমে সীমাবদ্ধ। নাগরিক সমাজের নৈতিক অবস্থান এখন টক শো আর হতাশা প্রকাশের মধ্যে সীমাবদ্ধ।

 

নিরাপত্তা, বিচার ও সেনাবাহিনীর অবস্থান
 

জুলাই ২০২৪-এর পটপরিবর্তনের পর সামাজিক ট্রমা ও উগ্রবাদ সংশ্লিষ্ট আশঙ্কা বাড়ছে। সেনাবাহিনী এখন রাজনৈতিক নাটকে জড়াতে অনিচ্ছুক, যা ক্ষমতার শূন্যতা আরও গভীর করছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে রাজনৈতিক হাতিয়ার বানানোর আশঙ্কা নিয়েও সতর্ক করেছেন পর্যবেক্ষকরা।

 

সামনে কী?


সবচেয়ে বড় প্রশ্ন এখন ২০২৬ সালের ফেব্রুয়ারিতে নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য নির্বাচন হবে কি না। যদি অন্তর্বর্তী সরকার, রাজনৈতিক দল ও নাগরিক সমাজ ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশের গণতন্ত্রের স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে।

 

লেখক: শাহাব এনাম খান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশ ইনডো-প্যাসিফিক অ্যাফেয়ার্স সেন্টারের প্রধান এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস-এর শিক্ষক

সব খবর

আরও পড়ুন

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির নতুন বাস্তবতা

শ্রীলংকা গার্ডিয়ানের বিশেষ বিশ্লেষণ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির নতুন বাস্তবতা

২০৮ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র তিনটি: জনপ্রশাসন সংস্কার আটকে কোথায়?

সংস্কারের হাল-হকিকত ২০৮ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র তিনটি: জনপ্রশাসন সংস্কার আটকে কোথায়?

আজ জেলহত্যা দিবস

৩রা নভেম্বর আজ জেলহত্যা দিবস

বিশ্ববাজারে গমের দরপতন, দেশে উল্টো বাড়ছে আটার দাম

অতিরিক্ত দামে বিপাকে স্বল্প আয়ের মানুষ বিশ্ববাজারে গমের দরপতন, দেশে উল্টো বাড়ছে আটার দাম

স্বাস্থ্য খাতে ৩৩ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র ৬টি

সংস্কারের হাল-হকিকত স্বাস্থ্য খাতে ৩৩ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র ৬টি

ডিসেম্বরে বাংলাদেশে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ, ঝুঁকিতে ১৬ লাখ শিশু

আইপিসি রিপোর্ট ডিসেম্বরে বাংলাদেশে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ, ঝুঁকিতে ১৬ লাখ শিশু

রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশে দারিদ্র্য বাড়ছে, ব্যর্থতার কেন্দ্রে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার

এশিয়ান লাইটের বিশ্লেষণ রাজনৈতিক অস্থিরতায় বাংলাদেশে দারিদ্র্য বাড়ছে, ব্যর্থতার কেন্দ্রে ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন শর্ত, চাপে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলো

মালয়েশিয়ায় কর্মী নিয়োগে নতুন শর্ত, চাপে বাংলাদেশি রিক্রুটিং এজেন্সিগুলো