সর্বশেষ

মেট্রোরেলের নতুন সময়সূচি: যাত্রীচাহিদা মেটাতে বাড়ছে ট্রেন চলাচলের সময়

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ১৬:২৫
মেট্রোরেলের নতুন সময়সূচি: যাত্রীচাহিদা মেটাতে বাড়ছে ট্রেন চলাচলের সময়
মেট্রোরেলের নতুন সময়সূচি

ঢাকা মেট্রোরেলের যাত্রীচাহিদা দিন দিন বাড়ছে। সেই চাহিদা পূরণে চলাচলের সময়সূচি সম্প্রসারণের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। আগামী ২৭ সেপ্টেম্বর শুক্রবার থেকে পরীক্ষামূলকভাবে এই নতুন সময়সূচি চালু হবে।

 

নতুন ব্যবস্থায় উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে ভোর ৬টা ৪০ মিনিটে, যা আগে ছিল সকাল ৭টা ১০ মিনিট। শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে, যা আগে ছিল রাত ৯টা। মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায় (আগে ছিল ৭টা ৩০ মিনিট) এবং শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ মিনিটে (আগে ছিল ৯টা ৪০ মিনিট)।

 

এছাড়া ব্যস্ত সময়ে (পিক আওয়ারে) ট্রেনের বিরতি কমিয়ে সোয়া ৪ মিনিট করা হয়েছে, যা আগে ছিল সর্বনিম্ন ৬ মিনিট। অর্থাৎ এখন আরও ঘন ঘন ট্রেন চলবে, যাত্রীদের অপেক্ষার সময় কমবে।

ডিএমটিসিএল সূত্র জানিয়েছে, বর্তমানে মেট্রোরেলে দৈনিক গড়ে ৪ লাখ ২০ হাজার যাত্রী চলাচল করে। গত ৬ আগস্ট সর্বোচ্চ যাত্রী পরিবহন হয়—৪ লাখ ৫৬ হাজার ৭৪৬ জন। নতুন সময়সূচি কার্যকর হলে যাত্রীসংখ্যা ৫ লাখ ছাড়িয়ে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

 

এই উদ্যোগের ফলে মেট্রোরেলের সক্ষমতা আরও বাড়বে এবং যাত্রীসেবায় নতুন মাত্রা যোগ হবে। বিশেষ করে কর্মজীবী মানুষ ও শিক্ষার্থীদের জন্য এটি হবে সময় সাশ্রয়ী ও সুবিধাজনক।

 

নতুন সময়সূচি পুরোপুরি কার্যকর হওয়ার আগে পরীক্ষামূলক পর্যায়ে যাত্রীদের অভিজ্ঞতা ও প্রতিক্রিয়া মূল্যায়ন করা হবে। এরপর প্রয়োজন অনুযায়ী চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

 

এই পরিবর্তন নগরবাসীর যাতায়াতকে আরও সহজ, দ্রুত ও আরামদায়ক করে তুলবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

সব খবর