সর্বশেষ

পাহাড় ও সমতলের অধিকাংশ জনগণ এখনো অস্তিত্ব হুমকির মুখেঃ সন্তু লারমা

প্রকাশিত: ১১ অগাস্ট ২০২৫, ১৮:৩৭
পাহাড় ও সমতলের অধিকাংশ জনগণ এখনো অস্তিত্ব হুমকির মুখেঃ সন্তু লারমা

দেশের পাহাড় ও সমতলের অধিকাংশ জনগণ এখনো অস্তিত্ব হুমকির মধ্যে দিন যাপন করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আদিবাসী ফোরামের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় (সন্তু) লারমা। তিনি বলেছেন, আজকের বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ভবিষ্যৎ এখনো অনিশ্চয়তা ও শঙ্কায় ঘেরা। জুলাই অভ্যুত্থানের পর চলমান সংস্কার কার্যক্রমে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কার্যকর কোনো সংগঠন বা নেতৃত্বের সঙ্গে সংলাপের প্রয়োজন অনুভব করেনি অন্তর্বর্তী সরকার।

 

শনিবার (৯ আগস্ট) আন্তর্জাতিক আদিবাসী দিবস ২০২৫ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত আলোচনা সভায় সন্তু লারমা লিখিত বক্তব্যে এসব কথা বলেন। অসুস্থতার কারণে তিনি উপস্থিত থাকতে পারেননি। তার পক্ষে বক্তব্য পাঠ করেন ফোরামের নির্বাহী সদস্য পল্লব চাকমা।

 

লিখিত বক্তব্যে সন্তু লারমা বলেন, ১৯৭১ সালে স্বাধীনতার পরও ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ ক্রমেই ভূমিহীন ও দেশান্তরি হচ্ছেন। পাহাড়ের সমস্যার সমাধানে ১৯৯৭ সালের পার্বত্য চট্টগ্রাম চুক্তি স্বাক্ষরের পর ২৮ বছর কেটে গেলেও তা এখনো কার্যকর করা হয়নি। ফলে পাহাড়ে পুরনো সমস্যাগুলো নতুন রূপে দেখা দিচ্ছে।

 

তিনি উল্লেখ করেন, সমতলের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অবস্থা আরও নাজুক। ভূমি থেকে উচ্ছেদ, নারী নিপীড়ন, বৈষম্য ও বিচারহীনতার কারণে তারা আরও প্রান্তিক হয়ে পড়ছেন।

 

সন্তু লারমা আহ্বান জানান, প্রগতিশীল ও অসাম্প্রদায়িক চেতনার নাগরিক সমাজ, বুদ্ধিজীবী, শিক্ষক, সাংবাদিক, মানবাধিকারকর্মী ও রাজনৈতিক নেতাদের ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অস্তিত্ব রক্ষার সংগ্রামে এগিয়ে আসতে হবে। তিনি দেশের ৪০ লাখের বেশি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ঐক্য, সংহতি এবং তরুণদের সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেন।

 

তিনি বলেন, আত্মনিয়ন্ত্রণাধিকারের সংগ্রাম ও শোষণমুক্ত, গণতান্ত্রিক সমাজ গঠনে প্রগতিশীল আদর্শের বিকল্প নেই। আন্তর্জাতিক আদিবাসী দিবস প্রতিবছরের মতো তরুণ প্রজন্মকে নতুন উদ্দীপনা জোগাবে।

 

সভায় সভাপতিত্ব করেন ফোরামের সহসভাপতি অজয় এ মৃ এবং সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং শুভেচ্ছা বক্তব্য দেন। আলোচনায় অংশ নেন সিপিবি’র সাধারণ সম্পাদক রুহিন হোসেন (প্রিন্স), জ্যেষ্ঠ আইনজীবী সারা হোসেন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম, মানবাধিকারকর্মী খুশী কবির, এএলআরডি’র নির্বাহী পরিচালক শামসুল হুদা, বাসদ’র সহসাধারণ সম্পাদক রাজেকুজ্জামান রতন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ ও কাজল দেবনাথ।

 

সঞ্চালনা করেন রিপন বানাই। আলোচনা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল বের হয়ে টিএসসি ঘুরে পুনরায় শহীদ মিনারে ফিরে আসে। সন্ধ্যা পর্যন্ত এ আয়োজন চলে।

সব খবর

আরও পড়ুন

ফটিকছড়িতে হানাদার বাহিনীর বর্বরতা

ঈদের দিনে অর্ধশত শহীদ ফটিকছড়িতে হানাদার বাহিনীর বর্বরতা

জন্মস্থানে অবহেলিত কিংবদন্তি বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বী

নেই কোনও স্মৃতিচিহ্ন জন্মস্থানে অবহেলিত কিংবদন্তি বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বী

বিজয়ের আগেই কূটনৈতিক কৌশল বদলেছিল ওয়াশিংটন

মুক্তিযুদ্ধের শেষ দিনগুলো বিজয়ের আগেই কূটনৈতিক কৌশল বদলেছিল ওয়াশিংটন

কারাগারে দ্বিতীয় বিজয় দিবস কাটাবেন একাত্তরের বিজয়ের কারিগরেরা

‘দেশ স্বাধীন করার শাস্তি’ কারাগারে দ্বিতীয় বিজয় দিবস কাটাবেন একাত্তরের বিজয়ের কারিগরেরা

আজ ৫৫তম মহান বিজয় দিবস

স্বাধীনতা আমার স্বাধীনতা আজ ৫৫তম মহান বিজয় দিবস

রায়েরবাজারে জনসমাগম কম, তবু উচ্চারিত হলো মুক্তিযুদ্ধের অঙ্গীকার

শহীদ বুদ্ধিজীবী দিবস রায়েরবাজারে জনসমাগম কম, তবু উচ্চারিত হলো মুক্তিযুদ্ধের অঙ্গীকার

প্রণয় ভার্মাকে তলবের পর ঢাকার উদ্বেগ প্রত্যাখ্যান করল নয়াদিল্লি

প্রণয় ভার্মাকে তলবের পর ঢাকার উদ্বেগ প্রত্যাখ্যান করল নয়াদিল্লি

পরাজয় যতই স্পষ্ট, বুদ্ধিজীবী অপহরণের মাত্রা বাড়তে লাগল

একাত্তরের এই দিন | ১৩ ডিসেম্বর ১৯৭১ পরাজয় যতই স্পষ্ট, বুদ্ধিজীবী অপহরণের মাত্রা বাড়তে লাগল