সর্বশেষ

শাহজালাল বিমানবন্দরে অগ্নিকান্ড

নাশকতার তদন্তে সরকার, ক্ষোভ বিমান উপদেষ্টার; ক্ষয়ক্ষতি নিরূপণে আইআরডির কমিটি গঠন

প্রকাশিত: ১৯ অক্টোবর ২০২৫, ১৫:৩৩
নাশকতার তদন্তে সরকার, ক্ষোভ বিমান উপদেষ্টার; ক্ষয়ক্ষতি নিরূপণে আইআরডির কমিটি গঠন

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর নাশকতার সম্ভাবনা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকার জানিয়েছে, নাশকতা বা অগ্নিসংযোগের কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পাওয়া গেলে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ নেওয়া হবে।

 

শনিবার রাত পৌনে ৯টার দিকে সরকারের এক বিবৃতিতে বলা হয়, দেশের বিভিন্ন স্থানে সাম্প্রতিক একাধিক অগ্নিকাণ্ডের ঘটনায় জনমনে যে উদ্বেগ সৃষ্টি হয়েছে, সরকার তা গভীরভাবে লক্ষ্য করছে। নিরাপত্তা সংস্থাগুলো প্রতিটি ঘটনাকে গুরুত্বের সঙ্গে তদন্ত করছে এবং মানুষের জীবন ও সম্পদ সুরক্ষায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে।

 

বিবৃতিতে আরও বলা হয়, “যদি এসব অগ্নিকাণ্ড নাশকতা হিসেবে প্রমাণিত হয়, এবং এর উদ্দেশ্য হয় জনমনে আতঙ্ক বা বিভাজন সৃষ্টি করা, তবে তারা সফল হবে কেবল তখনই, যখন আমরা ভয়কে আমাদের বিবেচনা ও দৃঢ়তার ওপর প্রাধান্য দিতে দেব। বাংলাদেশ অতীতেও বহু কঠিন সময় অতিক্রম করেছে—এবারও ঐক্য ও সংযমের মধ্য দিয়ে আমরা উত্তরণ ঘটাব।”

 

এর আগে শনিবার দুপুর সোয়া ২টার দিকে শাহজালাল বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে ভয়াবহ আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটসহ সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ও আনসার বাহিনীর সদস্যরা অংশ নেন। আগুন নিয়ন্ত্রণে আনতে কয়েক ঘণ্টা সময় লাগে।

 

অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষয়ক্ষতি নিরূপণে অর্থ মন্ত্রণালয়ের অভ্যন্তরীণ সম্পদ বিভাগ পাঁচ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করেছে। কমিটির আহ্বায়ক করা হয়েছে যুগ্মসচিব মোহাম্মদ মাহবুবুর রহমান পাটওয়ারীকে। কমিটিকে দ্রুততম সময়ে ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

 

এর আগে গত মঙ্গলবার মিরপুরের শিয়ালবাড়ির একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ডে অন্তত ১৬ জনের মৃত্যু হয়। বৃহস্পতিবার চট্টগ্রামের ইপিজেড এলাকার একটি পোশাক কারখানায় আগুন লেগে প্রায় ১৭ ঘণ্টা পর নিয়ন্ত্রণে আসে। এক সপ্তাহে তিনটি বড় অগ্নিকাণ্ডের পর সরকারের এই বিবৃতি আসে।

 

অন্যদিকে শনিবার রাত সাড়ে ৮টার দিকে ঘটনাস্থলে সাংবাদিকদের মুখোমুখি হন বেসামরিক বিমান ও পর্যটন উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। ‘এটি নাশকতা নাকি দুর্ঘটনা’ এক সাংবাদিকের প্রশ্নে তিনি বলেন, “এখন এই প্রশ্নের কোনো যৌক্তিকতা নেই। আমাদের কাছে সবচেয়ে জরুরি হচ্ছে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম চালু করা ও ক্ষতি নিরূপণ করা।”

 

সরকারের বিবৃতিতে বলা হয়, “কোনো অপরাধমূলক কর্মকাণ্ড বা উসকানির মাধ্যমে জনজীবন ও রাজনৈতিক প্রক্রিয়াকে বিঘ্নিত করার সুযোগ দেওয়া হবে না।”

 

দেশের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনায় জননিরাপত্তা নিয়ে সরকারের দুর্বল অবস্থান ও নিরাপত্তা প্রস্তুতির ঘাটতির প্রতিফলন বলেই বিশ্লেষকরা মনে করছেন।

সব খবর

আরও পড়ুন

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নিয়োগ বাতিলে উদীচীর তীব্র প্রতিবাদ

প্রাথমিকে সংগীত ও শারীরিক শিক্ষাবিষয়ক শিক্ষক নিয়োগ বাতিলে উদীচীর তীব্র প্রতিবাদ

কে চালাচ্ছে বাংলাদেশের রাজনীতি?

জাকার্তা পোস্টের বিশেষ প্রতিবেদন কে চালাচ্ছে বাংলাদেশের রাজনীতি?

শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির নতুন বাস্তবতা

শ্রীলংকা গার্ডিয়ানের বিশেষ বিশ্লেষণ শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ধর্মভিত্তিক রাজনীতির নতুন বাস্তবতা

২০৮ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র তিনটি: জনপ্রশাসন সংস্কার আটকে কোথায়?

সংস্কারের হাল-হকিকত ২০৮ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র তিনটি: জনপ্রশাসন সংস্কার আটকে কোথায়?

আজ জেলহত্যা দিবস

৩রা নভেম্বর আজ জেলহত্যা দিবস

বিশ্ববাজারে গমের দরপতন, দেশে উল্টো বাড়ছে আটার দাম

অতিরিক্ত দামে বিপাকে স্বল্প আয়ের মানুষ বিশ্ববাজারে গমের দরপতন, দেশে উল্টো বাড়ছে আটার দাম

স্বাস্থ্য খাতে ৩৩ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র ৬টি

সংস্কারের হাল-হকিকত স্বাস্থ্য খাতে ৩৩ সুপারিশের মধ্যে বাস্তবায়ন মাত্র ৬টি

ডিসেম্বরে বাংলাদেশে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ, ঝুঁকিতে ১৬ লাখ শিশু

আইপিসি রিপোর্ট ডিসেম্বরে বাংলাদেশে খাদ্যসংকটে পড়বে ১ কোটি ৬০ লাখ মানুষ, ঝুঁকিতে ১৬ লাখ শিশু