সর্বশেষ

অমর একুশে বইমেলা

ডিসেম্বরে নয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের সিদ্ধান্ত

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৫:১০
ডিসেম্বরে নয় নির্বাচন পরবর্তী সময়ে আয়োজনের সিদ্ধান্ত

২০২৬ সালের অমর একুশে বইমেলা নির্বাচন ও রোজার কারণে ডিসেম্বর মাসে আয়োজনের পরিকল্পনা থাকলেও তা স্থগিত করা হয়েছে। বাংলা একাডেমি ও বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি (বাপুস) এবং সংশ্লিষ্ট অংশীজনদের মতামতের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) রাতে বইমেলা-২০২৬-এর তারিখ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ২১ সেপ্টেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বইমেলা নির্বাচন-পরবর্তী সময়ে আয়োজনের ব্যবস্থা নিতে হবে। ফলে পূর্বনির্ধারিত ১৭ ডিসেম্বর ২০২৫ থেকে বইমেলা শুরু হওয়ার যে ঘোষণা দেওয়া হয়েছিল, তা স্থগিত করা হলো।

 

বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম গত ১৮ সেপ্টেম্বর জানিয়েছিলেন, নির্বাচন ও রমজান মাসের কারণে ফেব্রুয়ারির পরিবর্তে বইমেলা ডিসেম্বরেই আয়োজন করা হবে। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রকাশক ও অন্যান্য অংশীজনদের পরামর্শ নিয়ে পরবর্তী সময়ে নতুন তারিখ নির্ধারণ করা হবে।

 

প্রসঙ্গত, অমর একুশে বইমেলা বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গনের সবচেয়ে বড় আয়োজন। প্রতিবছর ফেব্রুয়ারি মাসজুড়ে বাংলা একাডেমি প্রাঙ্গণ ও সোহরাওয়ার্দী উদ্যানে এই মেলা অনুষ্ঠিত হয়। ভাষা আন্দোলনের স্মৃতিকে কেন্দ্র করে আয়োজিত এই মেলা শুধু বই কেনাবেচার নয়, বরং লেখক-পাঠক-প্রকাশক-সংস্কৃতিকর্মীদের মিলনমেলা হিসেবেও পরিচিত।

 

২০২৬ সালের বইমেলা নিয়ে প্রকাশকদের মধ্যে আগ্রহ ছিল বেশি। অনেক প্রকাশনা সংস্থা ডিসেম্বরের প্রস্তুতি শুরু করেছিল। তবে নির্বাচন ও নিরাপত্তাজনিত কারণে বইমেলা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্তে কিছুটা হতাশা থাকলেও অধিকাংশ প্রকাশক ও বিক্রেতা সমিতি এই সিদ্ধান্তকে বাস্তবসম্মত বলে মনে করছেন।

 

বাপুসের এক সদস্য বলেন, “নির্বাচনের সময় জনসমাগম ও নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। বইমেলা একটি জাতীয় উৎসব, তাই সুষ্ঠু পরিবেশে আয়োজন হওয়াই গুরুত্বপূর্ণ।”

 

বাংলা একাডেমি জানিয়েছে, নতুন তারিখ নির্ধারণে প্রকাশক, লেখক, পাঠক ও প্রশাসনের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। বইমেলার প্রস্তুতি, স্টল বরাদ্দ, নিরাপত্তা, সংস্কৃতিক অনুষ্ঠানসহ অন্যান্য বিষয় পুনর্বিন্যাস করা হবে।

 

এদিকে, বইপ্রেমীরা আশা করছেন, নির্বাচন-পরবর্তী সময়ে বইমেলা আরও প্রাণবন্ত ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হবে। তারা বলছেন, “বইমেলা শুধু বই কেনার জায়গা নয়, এটি আমাদের ভাষা, সংস্কৃতি ও চিন্তার প্রকাশ। সময় বদলালেও এর গুরুত্ব কমবে না।”

 

নতুন তারিখ ঘোষণা না হওয়া পর্যন্ত বইমেলা-২০২৬ নিয়ে অপেক্ষায় থাকতে হবে প্রকাশক ও পাঠকদের। তবে সংশ্লিষ্টরা আশাবাদী, নির্বাচন শেষে দ্রুতই নতুন সময়সূচি প্রকাশ করা হবে।

সব খবর

আরও পড়ুন

বাংলাদেশ মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে

শ্রীলংকা গার্ডিয়ানের বিশ্লেষণ বাংলাদেশ মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে

ফটিকছড়িতে হানাদার বাহিনীর বর্বরতা

ঈদের দিনে অর্ধশত শহীদ ফটিকছড়িতে হানাদার বাহিনীর বর্বরতা

জন্মস্থানে অবহেলিত কিংবদন্তি বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বী

নেই কোনও স্মৃতিচিহ্ন জন্মস্থানে অবহেলিত কিংবদন্তি বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বী

বিজয়ের আগেই কূটনৈতিক কৌশল বদলেছিল ওয়াশিংটন

মুক্তিযুদ্ধের শেষ দিনগুলো বিজয়ের আগেই কূটনৈতিক কৌশল বদলেছিল ওয়াশিংটন

কারাগারে দ্বিতীয় বিজয় দিবস কাটাবেন একাত্তরের বিজয়ের কারিগরেরা

‘দেশ স্বাধীন করার শাস্তি’ কারাগারে দ্বিতীয় বিজয় দিবস কাটাবেন একাত্তরের বিজয়ের কারিগরেরা

আজ ৫৫তম মহান বিজয় দিবস

স্বাধীনতা আমার স্বাধীনতা আজ ৫৫তম মহান বিজয় দিবস

রায়েরবাজারে জনসমাগম কম, তবু উচ্চারিত হলো মুক্তিযুদ্ধের অঙ্গীকার

শহীদ বুদ্ধিজীবী দিবস রায়েরবাজারে জনসমাগম কম, তবু উচ্চারিত হলো মুক্তিযুদ্ধের অঙ্গীকার

প্রণয় ভার্মাকে তলবের পর ঢাকার উদ্বেগ প্রত্যাখ্যান করল নয়াদিল্লি

প্রণয় ভার্মাকে তলবের পর ঢাকার উদ্বেগ প্রত্যাখ্যান করল নয়াদিল্লি