সর্বশেষ

দিল্লিস্থ বাংলাদেশ হাইকমিশনের উদ্ধৃতি

বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত

প্রকাশিত: ২০ ডিসেম্বর ২০২৫, ১৭:২৯
বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো বিষয়ে হস্তক্ষেপ করে না ভারত

বাংলাদেশের চলমান অভ্যন্তরীণ পরিস্থিতি ভারত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করলেও দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক প্রক্রিয়ায় কোনো ধরনের হস্তক্ষেপ করছে না এমন অবস্থান পুনর্ব্যক্ত করেছে নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

 

শুক্রবার (১৯ ডিসেম্বর) কাতারভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে হাইকমিশনের বক্তব্য উদ্ধৃত করে বলা হয়, বাংলাদেশ ও ভারতের উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ বিষয়ে সচেতন যে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এখনো পরিবর্তনশীল। ফলে এ পরিস্থিতি মূল্যায়নের ক্ষেত্রে পুঙ্খানুপুঙ্খ, সংযত ও নিরপেক্ষ বিশ্লেষণ প্রয়োজন।

 

হাইকমিশনের পক্ষ থেকে বলা হয়, কোনো দেশে সরকার পরিবর্তন পরবর্তী সময় সাধারণত জটিল ও সংবেদনশীল হয়ে ওঠে এবং এ সময় অনাকাঙ্ক্ষিত ও দুঃখজনক ঘটনাও ঘটতে পারে। সাম্প্রতিক সময়ে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদির হত্যাকাণ্ড দেশটির পরিস্থিতির জটিলতাকে আরও স্পষ্ট করেছে বলে মন্তব্য করা হয়।

 

বিবৃতিতে আরও বলা হয়, ভারতের পক্ষ থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা হলেও এটি কোনোভাবেই প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের রাজনৈতিক সিদ্ধান্ত গ্রহণ বা অভ্যন্তরীণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের সমতুল্য নয়। হাইকমিশন জোর দিয়ে জানায়, ভারত তার প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব ও অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতেই অটল রয়েছে।

 

এদিকে সাম্প্রতিক বিক্ষোভ ও রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে কিছু বিক্ষোভকারী নয়াদিল্লির বিরুদ্ধে অভিযোগ তুলেছে যে, দণ্ডিত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পূর্ববর্তী সরকারের কয়েকজন সদস্যকে ভারত আশ্রয় দিয়ে আসছে। তবে এ বিষয়ে ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়ার কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি।

 

কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতা এবং আঞ্চলিক প্রেক্ষাপটে ভারত-বাংলাদেশ সম্পর্ক সংবেদনশীল এক পর্যায়ে রয়েছে। এ অবস্থায় উভয় দেশের কূটনৈতিক বক্তব্য ও অবস্থান আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সব খবর

আরও পড়ুন

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ১৬ নাগরিক সংগঠনের

আইন-শৃঙ্খলার অবনতি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি ১৬ নাগরিক সংগঠনের

বিশ্বশান্তির ছয় সারথীর মরদেহ আসছে শনিবার

রাষ্ট্রীয় মর্যাদায় দাফন হবে বিশ্বশান্তির ছয় সারথীর মরদেহ আসছে শনিবার

বাংলাদেশে নীরবে চলছে সংখ্যালঘু নিধন

শ্রীলংকা গার্ডিয়ানের বিশ্লেষণ বাংলাদেশে নীরবে চলছে সংখ্যালঘু নিধন

নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে জরুরী তলব

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে জরুরী তলব

‘মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো পরাজিত শক্তি বদলাতে পারবে না’

বিজয় দিবসে স্মৃতিসৌধে মানুষের দৃঢ় প্রত্যয় ‘মুক্তিযুদ্ধের ইতিহাস কোনো পরাজিত শক্তি বদলাতে পারবে না’

বাংলাদেশ মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে

শ্রীলংকা গার্ডিয়ানের বিশ্লেষণ বাংলাদেশ মৃত্যুর দ্বারপ্রান্তে দাঁড়িয়ে

ফটিকছড়িতে হানাদার বাহিনীর বর্বরতা

ঈদের দিনে অর্ধশত শহীদ ফটিকছড়িতে হানাদার বাহিনীর বর্বরতা

জন্মস্থানে অবহেলিত কিংবদন্তি বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বী

নেই কোনও স্মৃতিচিহ্ন জন্মস্থানে অবহেলিত কিংবদন্তি বুদ্ধিজীবী ডা. ফজলে রাব্বী