সর্বশেষ

ব্যঙ্গ কলাম

রাজনীতির সার্কাসে সোনার বাংলায় নামিতেছে শীত, আতঙ্কের জনপদ

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ০৭:০০
রাজনীতির সার্কাসে সোনার বাংলায় নামিতেছে শীত, আতঙ্কের জনপদ

বাংলাদেশ নামক রাষ্ট্রযন্ত্র আজকাল যেন এক বিশাল সার্কাসের মঞ্চ। এইখানে রাজনীতিবিদেরা হইলেন জোকার, জনগণ দর্শক, আর গণতন্ত্র? সে তো এখন কেবলি পোস্টারবন্দি এক চরিত্র, যাহাকে মাঝে মধ্যে স্মরণ করা হয়, যেন পুরাতন প্রেমিকার মতোন—যাহার কথা মনে পড়ে, কিন্তু ফিরিয়া আসে না।

 

প্রথমেই আসা যাক এনসিপির কথায়। তাহারা গাহিতেছে কলি ফুটিতে চাহে ফুটেনা, মরি লাজে,মরি ত্রাশে। ফুল ফুটিতেছেনা না, সুর বাজিতেছে না, রাজপথ কাঁপিতেছে না। কেবল সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠিতেছে—মেমে, রিল, আর হ্যাশট্যাগে। তাহাদের আন্দোলনে ডিজিটাল ক্ষেত্র হালকা গরম হইতেছে আর টিকটকে টিকটিক করিতেছে গণতন্ত্র। এক নেতা বলিলেন, “আমরা যেদিন মাঠে নামিবো...”

 

অন্যদিকে বিএনপি এখন তাহার বিবাহের কাবিননামা নিয়া ব্যস্ত। সনদ নামক মাসনা বিবাহ করিয়া শ্যাম আর কূলে লাগিয়াছে ক্যাচাল, তাহা নিয়া  দেশ তোলপাড়। জনগন ভাবিয়াছে বিবাহ যখন, দাওয়াত মিলিবে, একবেলা ভালো মন্দ কিছু জুটিবে। কিন্তু হায়, কাবিন নামায় স্বাক্ষর নিয়া যেই হট্টগোল, তাহাকে খানা পিনা লাটে। মনে হয়, গণতন্ত্রের ভবিষ্যৎ বিবাহের কাজির খাতা নিয়া চম্পট, আপাতত সাক্ষী, সাবুদ নিখোঁজ, ঘটনার রেশ কোনদিকে যায়, তাহা নিয়াই শালিস দরবার।

 

ইতোমধ্যে জান্নাতের টিকিট কাউন্টারে জামায়াতের প্রার্থীরা বসিয়া বেচাবিক্রি শুরু করিয়া দিয়াছে। দেয়া হইতেছে বিভিন্ন ডিসকাউন্ট অফার, কর্ম ঘন্টা কম, শান্তির প্যাকেজে মূল্যছাড়, মাইরের সারিতে একটা কিনলে একটা ফ্রি - কি নাই! নারীবাদীরা বিভ্রান্ত, শিক্ষিতরা হতবুদ্ধ আর সুশীলরা মাথা চুলকাইয়া, পুস্তক ঘাটিয়া কূল কিনারা খুঁজিতেছে।

 

সরকার বাহাদুরের আবার অন্য জ্বালা। তাহাদের ভেতরে এখন নতুন এক ঘোরতর আতঙ্ক দেখা দিতেছে, যাহার নাম ‘হাসিনাতঙ্ক’। আগের কালে বাঘে খাইলো'র মতোন শয়নে স্বপনে উপদেষ্টাদের ঘুমের মধ্যে আতঙ্কে ঘাম বাহিরিয়া যায় - এই বুঝি আইলো, হাসিনায় খাইলো। যমুনায় বৈঠকেও নাকি ফিসফাস, কারো গলা উঠিতেছে না, খালি পানি চাহিতেছে আর বলিতেছে হায় আল্লাহ, হায় খোদা!

 

তবে সকল খারাপের ভিতরে কিঞ্চিত সুখবর হইলো, কতিপয় সংঘ ইহার মধ্যে নিয়োগ বাণিজ্যে এমনই সিদ্ধহস্ত হইলেন যে, রাষ্ট্রের সর্বোচ্চ পদখানিও নিলামে তুলিয়া মুচকি হাসিতেছে। প্রার্থীরা একে একে দর কষিতেছে। ৩২ পৃষ্ঠার সিভি এখন ৬৪ পৃষ্ঠায় উঠিতেছে, সেইসাথে উঠিতেছে পদমূল্য।

 

এই অবস্থায় জনতার মুখে এখন এক নতুন সঙ্গীত। জনৈক বৃদ্ধ রিক্সাওয়ালা সরকার প্রধানকে গালি দিতে দিতে যখন প্যাডেল চাপিয়া যায়, ভাইরাল তাহার সেই মুখের ভাষাই দেশের অন্তরের সুর। ইনুস দুচিয়া দুচিয়া ক্ষুধা নিবারন হইতেছেনা বটে, মনের ঝাল তো কমিতেছে কিঞ্চিত।

 

সোনার বাংলার এই চলচ্চিত্র দেখিয়া মনে হয়, এই জাতী যেন ‘গেইমস অফ থ্রোনস’-এর কোনো পর্বের চিত্রায়নে আছে। “উইন্টার ইজ কামিং”—শীত আসিতেছে, এক ভয়ঙ্কর, অজানা, অন্ধকার সময়ের পূর্বাভাস নিয়া। কেউ জানে না কী আসিতেছে, কিন্তু সবাই জানে—ভালো কিছু নাই তাহাতে।

 

রাজনীতির এই সার্কাসে জনগণ বড় ক্লান্ত, বিভ্রান্ত আর হতাশাগ্রস্থ। যখন রাজনীতি নাটক হইয়া যায়, তখন জনগণের দর্শক হওয়া ছাড়া গত্যন্তর নাই। নির্দেশকের হুকুমে হাসি, কান্না, ভয়, রোমাঞ্চ - সবই চলিতেছে। শুধু নাই দায়িত্ব, জবাবদিহিতা আর ভবিষ্যতের নিশ্চয়তা।

 

সোনার বাংলার রাজনীতি এখন এক সার্কাস। আর আমরা? আমরা সেই সার্কাসের টিকিট কাটিয়া বসিয়া আছি, অপেক্ষায়—পরবর্তী দৃশ্যের।

 

লেখক: এক ক্লান্ত পেন্সিল, নিরুদ্দেশ হবার তাড়নায় অন্ধকারে পথ হাতড়াই

সব খবর

আরও পড়ুন

রয়টার্সের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, বিদেশি সংবাদমাধ্যমকে হুমকি—বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনতা নতুন সংকটে

মতামত রয়টার্সের প্রতিবেদন নিয়ে ক্ষোভ, বিদেশি সংবাদমাধ্যমকে হুমকি—বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনতা নতুন সংকটে

দূষিত পানি খেয়ে মৃত্যুঝুঁকিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা

চট্টগ্রাম কারাগারে ভয়ংকর মানবিক সংকট দূষিত পানি খেয়ে মৃত্যুঝুঁকিতে আওয়ামী লীগ নেতা-কর্মীরা

শেখ হাসিনার নীরব প্রত্যাবর্তন

রহমান বাঙ্গালি’র মতামত কলাম শেখ হাসিনার নীরব প্রত্যাবর্তন

নারীপ্রেমে উন্মত্ত জামায়াত: তিন শূন্যের মহাপরিকল্পনা

ব্যঙ্গ কলাম নারীপ্রেমে উন্মত্ত জামায়াত: তিন শূন্যের মহাপরিকল্পনা

নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আওতায় হচ্ছে না নির্বাচন

মতামত নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের আওতায় হচ্ছে না নির্বাচন

শান্তির দেশে যুদ্ধের প্রস্তুতি কেন?

মতামত শান্তির দেশে যুদ্ধের প্রস্তুতি কেন?

পদ্মাসেতু ও মেট্রোরেলে নিরাপত্তা ঝুঁকি, সতর্ক নজরদারি জরুরি

মতামত পদ্মাসেতু ও মেট্রোরেলে নিরাপত্তা ঝুঁকি, সতর্ক নজরদারি জরুরি

আর্মচেয়ার প্রবৃত্তির আর্মচেয়ার নেশন: ফেরার পথ নেই, থাকে না কোনোকালে?

মতামত আর্মচেয়ার প্রবৃত্তির আর্মচেয়ার নেশন: ফেরার পথ নেই, থাকে না কোনোকালে?