সর্বশেষ

মতামত

‘ইগল’ নাকি ‘হিরো’, কোন কলমে লেখা হলো জুলাই সনদ?

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৩:০০
‘ইগল’ নাকি ‘হিরো’, কোন কলমে লেখা হলো জুলাই সনদ?

ইতিহাসে কলমের গুরুত্ব নতুন কিছু নয়। একসময় কলম দিয়েই ১৯৭১ সালে মহান স্বাধীনতার ঘোষণাপত্রে স্বাক্ষর হয়েছিল; আবার কোনো কোনো কলম দিয়েই স্বাধীনতার পরে সংশোধনও হয়েছে। কিন্তু এবার বাংলাদেশের অসহায় মানুষেরা এক নতুন উচ্চতায় উঠতে যাচ্ছে-অন্তর্বর্তী সরকারের প্রধান প্রফেসর ইউনূস জানিয়েছেন, “যে কলম দিয়ে জুলাই সনদে স্বাক্ষর করা হবে, সেই কলম জাদুঘরে রাখা হবে।” আহা, কী গর্ব! এই কলম যেন জাতির নতুন প্রতীক-লিখবে না বরং ইতিহাসকেই ‘স্বাক্ষর’ করে দেবে।
 

তবে প্রশ্ন একটাই, যে কলম দিয়ে কয়েকটি রাজনৈতিক দলের নেতারা (অধিকাংশই নাম সর্বস্ব দলের নেতা) জুলাই সনদে স্বাক্ষর করলো এই কলমটা কোন দেশের তৈরি? এটা কি দেশীয় কলম? যেমন ইগল বা হিরো মার্কা? নাকি বিদেশি কোনো উন্নয়ন সহযোগী দেশ কিংবা সংস্থার উপহার? কারণ, যদি কলমটা বিদেশি হয়; তাহলে সনদের মালিকানা নিয়ে পরে সেই দেশ মামলা করতে পারে। এই ছোট্ট দেশের অন্যতম স্টেক হোল্ডার হিসেবে আবির্ভূত হতে কতক্ষণ।
 

আরও জানা গেল, যারা স্বাক্ষর করেছেন, তাদের ছবি রাখা হবে সেই জাদুঘরে। একে বলে দূরদৃষ্টি।  একদিন হয়তো নতুন প্রজন্ম স্কুলে ভ্রমণে গিয়ে গাইডের মুখে শুনবে “এই যে ছবিতে দেখছো, উনি জুলাই সনদে স্বাক্ষর করেছিলেন, তারপর আর দেখা যায়নি।”
“স্যার, এরা কি স্বাধীনতা সংগ্রামী?”
“না বৎস, এরা ছিলেন স্বাক্ষর সংগ্রামী।” 
 

ভাবুন তো, যদি কলমটা কোনো কারণে হারিয়ে যায়? তখন কি নতুন করে ‘জুলাই সনদ ২.০’ তৈরি হবে? নাকি ততোদিনে আমরা ‘ডিজিটাল কলম’ পেয়ে যাব-যা দিয়ে এক ক্লিকে স্বাক্ষর করলে ইউটিউব লাইভে সম্প্রচার হবে এবং সঙ্গে সঙ্গে ইতিহাসে জায়গা নিশ্চিত হবে?
 

সবচেয়ে বড় কথা, সনদে স্বাক্ষর করার আগে কেউ কি ভেবে দেখেছে, এই কলমটা কালি ফেলছে ঠিকঠাক তো? কারণ ইতিহাসের পাতায় অনেক কলমই শুকনো কালি নিয়ে হাজির হয়েছিল চমৎকার ভাষণ, সুন্দর স্বাক্ষর, কিন্তু বাস্তবে কালি ওঠেনি।

 

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ঘোষণা দিয়েছেন “এর মধ্য দিয়ে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে।” আহা, কী মহিমান্বিত ঘোষণা! সেই সঙ্গে আরও বলেছেন, এই সনদ শুধু বাংলাদেশের জন্য নয়, “পুরো পৃথিবীর জন্য উদাহরণ” হয়ে থাকবে।
 

এখানে প্রশ্ন জাগে- এই ‘নতুন বাংলাদেশ’ কেমন? যেখানে সনদ লেখা হয় জনমানুষের অজান্তে কিন্তু তার মহিমা প্রচার হয় আন্তর্জাতিক পর্যায়ে? যেখানে স্বাক্ষরকারীরা ইতিহাসের জাদুঘরে জায়গা পান অথচ যে জনগণের নামে সবকিছু, তারা জানেই না সেই ইতিহাসে তাদের স্থান কোথায়?


তিনি আরও বলেছেন-এই সনদের ইতিহাস “পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করা হবে।”

 
এই সনদ যদি সত্যিই পাঠ্যপুস্তকে স্থান করে নেয়; তাহলে ভবিষ্যতের কোনো শিশু হয়তো পড়বে “জুলাই সনদ হলো এক ঐতিহাসিক দলিল, যেখানে কিছু মানুষ একত্র হয়ে নতুন বাংলাদেশ তৈরি করেছিলেন।” কিন্তু শিক্ষক যদি জিজ্ঞেস করেন, “বাচ্চারা, ওই নতুন বাংলাদেশে কয়জন গরিব মানুষ হাসতে পেরেছিল?” তখন বইয়ের পাতায় নিশ্চুপ থাকবে সেই কলমের শুকনো কালি।


এই সনদ কি সত্যিই ‘জাতীয় ঐক্য’-এর দলিল, নাকি ‘জাতীয় বিভাজন’-এর নতুন সংস্করণ? সময়ই বলবে। তবে একটি জিনিস নিশ্চিত, যে কলম আজ জাদুঘরে স্থান পাবে, সে কলম কালি ঝরাবে কি না, তা নির্ভর করবে এই দেশের মানুষের চোখের জলে বা স্বপ্নে। কারণ আমাদের ইতিহাসে অনেক কলমই শুধু স্বাক্ষর করেছে, কিন্তু কখনো লিখে যেতে পারেনি-ন্যায়, সমতা, কিংবা মানুষের মুখে হাসির গল্প।


তবু হে কলম, শুভকামনা তোমার জন্য। তুমি অন্তত ইতিহাসের পাতায় জায়গা পাবে যেখানে লেখা থাকবে-“এটাই সেই কলম, যা দিয়ে জুলাই সনদে স্বাক্ষর হয়েছিল। এরপর শুরু হয়েছিল এক নতুন যুগ যেখানে কলম ছিল মুক্ত, কিন্তু মানুষ ছিল নীরব।”

 
তবু ভালো, অন্তত আমরা জানি ইতিহাস যদি কিছু ভুলেও যায়, কলম ভুলবে না। কলমই এখন আমাদের নতুন জাতীয় প্রতীক-যা দিয়ে আমরা লিখিনা বরং ইতিহাসে ‘স্বাক্ষর’ করি।


আর সবশেষে একটা প্রশ্ন মাথা থেকে সরছে না-সনদে স্বাক্ষর করল যারা, তাদের ভবিষ্যৎ কি এখন জাদুঘরের কাচের প্রাচীরে বন্দী থাকবে?

 
যেন তারা ইতিহাসের চরিত্র নয়, বরং প্রদর্শনীর নমুনা। এক পাশে থাকবে কলম, অন্য পাশে ‘স্বাক্ষর সংগ্রামীদের’ ছবির নিচে লেখা থাকবে ছোট্ট এক লাইন-“এরা একসময় ভবিষ্যতের দরজা খুলতে চেয়েছিলেন, কিন্তু শেষমেশ নিজেরাই তালার ভেতর আটকা পড়ে গিয়েছিলেন।”

সব খবর

আরও পড়ুন

যে ইতিহাস শিক্ষক জানতেন পাকিস্তান টিকবে না

বুদ্ধিজীবী দিবসে একটি ব্যক্তিগত স্মৃতি যে ইতিহাস শিক্ষক জানতেন পাকিস্তান টিকবে না

ডিসেম্বরের কাছে ফিরে যাওয়া: তরুণদের বাংলাদেশ ও এক অসমাপ্ত স্বপ্ন

মতামত ডিসেম্বরের কাছে ফিরে যাওয়া: তরুণদের বাংলাদেশ ও এক অসমাপ্ত স্বপ্ন

হাত-পা বাঁধা লাশ, অশ্রুসিক্ত বিজয়—জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা

শহীদ বুদ্ধিজীবী দিবস : বিনম্র শ্রদ্ধাঞ্জলি হাত-পা বাঁধা লাশ, অশ্রুসিক্ত বিজয়—জাতিকে মেধাশূন্য করার অপচেষ্টা

শিল্পীর রেখায় মুক্তির স্বপ্ন

রঙতুলির বিদ্রোহ শিল্পীর রেখায় মুক্তির স্বপ্ন

নিখোঁজ এস এম কামরুজ্জামান সাগরকে ঘিরে উদ্ভূত উদ্বেগ ও জাতির দায়বদ্ধতা

মানবাধিকার সংকটের নতুন আতঙ্ক নিখোঁজ এস এম কামরুজ্জামান সাগরকে ঘিরে উদ্ভূত উদ্বেগ ও জাতির দায়বদ্ধতা

মুক্তিযুদ্ধের নয়া বয়ান: জামায়াতের সহীহ ইতিহাস

ব্যঙ্গ মুক্তিযুদ্ধের নয়া বয়ান: জামায়াতের সহীহ ইতিহাস

ডিসেম্বর আসিলেই যাহাদের চুলকানি বাড়ে

ব্যঙ্গ কলাম ডিসেম্বর আসিলেই যাহাদের চুলকানি বাড়ে

তারেক জিয়ার ঘরে ফেরা নিয়ে কেন এত অনিশ্চয়তা?

মতামত তারেক জিয়ার ঘরে ফেরা নিয়ে কেন এত অনিশ্চয়তা?