সর্বশেষ

বিচারকের সামনে সাংবাদিককে মারধরঃ আদালত চত্বরে আইনজীবীদের হামলা

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৪০
আইনজীবী মহি উদ্দিন আহমেদ সাংবাদিক রোমিওকে আদালত কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। রোমিও বিচারকের নির্দেশ ছাড়া বের না হওয়ার কথা বললে আইনজীবী তার দিকে তেড়ে যান। সাংবাদিক সিয়াম তাকে থামাতে গেলে মহি উদ্দিন বেঞ্চ থেকে লাফিয়ে উঠে সিয়ামের কানে ঘুষি মারেন।
বিচারকের সামনে সাংবাদিককে মারধরঃ আদালত চত্বরে আইনজীবীদের হামলা

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার জামিন শুনানিতে সংবাদ সংগ্রহ করতে গিয়ে সময় টিভির সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম বিচারকের সামনে প্রকাশ্যে মারধরের শিকার হয়েছেন।

 

বৃহস্পতিবার বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিব উল্লাহ্ পিয়াসের আদালতে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাংবাদিক পান্নাকে হেলমেট, হাতকড়া ও বুলেটপ্রুফ জ্যাকেট পরিয়ে আদালতে হাজির করা হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে তিনি বলেন, “আমি তো আপনাদের শত্রু নই।”

 

এ সময় সাংবাদিক মুক্তাদির রশীদ রোমিও তাকে জিজ্ঞাসা করেন, “আপনাকে কি নির্যাতন করা হয়েছে?” উত্তরে পান্না বলেন, “না।”

 

তখন আইনজীবী মহি উদ্দিন আহমেদ সাংবাদিক রোমিওকে আদালত কক্ষ থেকে বের হয়ে যেতে বলেন। রোমিও বিচারকের নির্দেশ ছাড়া বের না হওয়ার কথা বললে আইনজীবী তার দিকে তেড়ে যান। সাংবাদিক সিয়াম তাকে থামাতে গেলে মহি উদ্দিন বেঞ্চ থেকে লাফিয়ে উঠে সিয়ামের কানে ঘুষি মারেন।

 

সিয়াম সময় টিভির মাইক্রোফোন তুলে বিচারকের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করলে আইনজীবী ও তার সহযোগীরা তাকে টেনে বাইরে নিয়ে গিয়ে মারধর করেন। এতে তিনি রক্তাক্ত হন।

 

বিচারক তখন এজলাস ত্যাগ করে খাস কামরায় চলে যান। পরে প্রসিকিউশন পক্ষের কাইয়ুম হোসেন নয়ন সিয়ামকে উদ্ধার করেন।

 

ঘটনার পর বিচারক পুনরায় এজলাসে ফিরে জামিন আবেদন খারিজ করেন।

 

সিয়াম বলেন, “কোনো কারণ ছাড়াই বিচারকের সামনে আমাকে মারধর করা হয়েছে। আমি বিচার চাই।”

 

অভিযুক্ত আইনজীবী মহি উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, “ধাক্কাধাক্কির মতো ঘটনা হয়েছে, কাউকে আঘাত করিনি।”

 

ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সৈয়দ নজরুল ইসলাম জানান, তিনি দুই পক্ষকে শান্ত করতে চেষ্টা করেছেন, তবে তদন্ত কমিটি গঠনের বিষয়ে নিশ্চিত করেননি।

সব খবর

আরও পড়ুন

বার কাউন্সিলের রিভিউ ফল বাতিল, লিখিত উত্তরের পুনর্মূল্যায়ন

এমসিকিউ ও মৌখিক পরীক্ষা স্থগিত বার কাউন্সিলের রিভিউ ফল বাতিল, লিখিত উত্তরের পুনর্মূল্যায়ন

আলোচিত ভুয়া বিচার প্রক্রিয়ার প্রতীক

ক্যাঙ্গারু কোর্টের ইতিহাস আলোচিত ভুয়া বিচার প্রক্রিয়ার প্রতীক

হাই কোর্টে স্থায়ী হলেন জুলাই সহিংসতার পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি

বাদ নিতাই রায়ের ছেলে দেবাশীষ রায় চৌধুরী হাই কোর্টে স্থায়ী হলেন জুলাই সহিংসতার পরে নিয়োগ পাওয়া ২২ বিচারপতি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের রায় ২০ নভেম্বর

প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়

হাইকোর্টের রুল প্রাথমিকে সংগীত শিক্ষক নিয়োগ বাতিলের প্রজ্ঞাপন কেন অবৈধ নয়

এক হাজারের বেশি বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত

সুপ্রিম কোর্টে ফুলকোর্ট সভা এক হাজারের বেশি বিচারকের পদোন্নতির সিদ্ধান্ত

ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধে হাইকোর্টে রিট

ধর্ষকের সঙ্গে ধর্ষণের শিকার নারীর বিয়ে বন্ধে হাইকোর্টে রিট

‘মানবতাবিরোধী অপরাধের’ তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তা কারাগারে

‘মানবতাবিরোধী অপরাধের’ তিন মামলায় ১৫ সেনা কর্মকর্তা কারাগারে