সর্বশেষ

মহিলা পরিষদের বিবৃতি

অক্টোবরে দেশে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

প্রকাশিত: ৩ নভেম্বর ২০২৫, ১৯:৪৩
অক্টোবরে দেশে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার

চলতি বছরের অক্টোবরে সারাদেশে নারী ও কন্যাশিশু নির্যাতনের উদ্বেগজনক চিত্র তুলে ধরেছে বাংলাদেশ মহিলা পরিষদ। সংগঠনটির কেন্দ্রীয় লিগ্যাল এইড উপপরিষদ ১৫টি জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদের ভিত্তিতে একটি পরিসংখ্যান তৈরি করেছে, যেখানে দেখা যায় মাত্র এক মাসে ২৩১ নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছেন। এদের মধ্যে ১৩০ জন প্রাপ্তবয়স্ক নারী ও ১০১ জন কন্যাশিশু।

 

রবিবার বাংলাদেশ মহিলা পরিষদের সাধারণ সম্পাদক মালেকা বানু স্বাক্ষরিত বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

 

প্রতিবেদনের তথ্যমতে, অক্টোবরে ধর্ষণের শিকার হয়েছেন মোট ৬২ নারী ও কন্যাশিশু। এর মধ্যে ৪৪ জন একক ধর্ষণের শিকার, ১৩ জনকে দলবদ্ধভাবে ধর্ষণ করা হয়েছে—যাদের ১০ জনই কন্যাশিশু। আরও ভয়াবহ হলো, দুই কন্যাশিশুসহ পাঁচজনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। এছাড়া ধর্ষণের চেষ্টা করা হয়েছে অন্তত ১৩ নারী ও শিশুর ওপর।

 

হত্যার পরিসংখ্যানও কম ভয়াবহ নয়। এক মাসেই ৫৩ নারী ও শিশুকে হত্যা করা হয়েছে—এদের মধ্যে ৪৬ নারী ও সাতজন কন্যাশিশু। হত্যাচেষ্টার শিকার হয়েছেন অন্তত তিনজন। রহস্যজনক মৃত্যুর ঘটনাও ঘটেছে ২৬টি, যার মধ্যে ৯ কন্যাশিশু ও ১৭ নারী।

 

প্রতিবেদনে আরও জানানো হয়, মানসিক সহিংসতা ও সামাজিক চাপের কারণে অক্টোবর মাসে সাতজন নারী ও কন্যাশিশু আত্মহত্যা করেছেন। তাদের একজন আত্মহত্যায় প্ররোচনার শিকার হওয়ার তথ্যও উঠে এসেছে। যৌন সহিংসতার ঘটনায় ১২ জন নারী ও কন্যাশিশু নির্যাতিত হয়েছেন—এর মধ্যে ১১ জন যৌন নিপীড়নের এবং একজন উত্ত্যক্তের শিকার।

 

শারীরিক নির্যাতন, অগ্নিদগ্ধ হওয়া, পাচার ও অপহরণের ঘটনাও কম নয়। অগ্নিদগ্ধ হয়ে আহত চারজন নারীর একজন মারা গেছেন। এক নারী গৃহকর্মীকে নির্মমভাবে নির্যাতনের পর হত্যা করা হয়েছে। সাত কন্যাশিশু অপহরণ এবং ১০ জন নারী ও শিশুকে মানবপাচারের শিকার হতে হয়েছে।

 

ইতিমধ্যে পাঁচ কন্যাশিশুসহ ১৯ নারী শারীরিক নির্যাতনের শিকার হয়েছেন। দুই কন্যাশিশুর বাল্যবিবাহের চেষ্টা হয়েছে। যৌতুক-সম্পর্কিত ঘটনার সংখ্যা ৭—যার মধ্যে পাঁচজন নারীকে যৌতুকের জন্য হত্যা এবং দুইজনকে নির্যাতন করা হয়েছে।

 

বাংলাদেশ মহিলা পরিষদ বলছে, এসব পরিসংখ্যান দেশের নারী ও শিশুর নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ চিত্র তুলে ধরে। আইন-শৃঙ্খলা বাহিনীর নজরদারি, অপরাধীদের দ্রুত বিচার ও সামাজিক সচেতনতা বাড়ানোর দাবি জানিয়েছে সংগঠনটি।

সব খবর

আরও পড়ুন

বেগম রোকেয়াকে ‘মুরতাদ-কাফির’ বললেন রাবি শিক্ষক

অন্তর্জালে তীব্র প্রতিক্রিয়া বেগম রোকেয়াকে ‘মুরতাদ-কাফির’ বললেন রাবি শিক্ষক

বেড়েছে অনলাইন সহিংসতা, ১০ জনে ৭ নারী মানবাধিকারকর্মী ও সাংবাদিক ডিজিটাল নির্যাতনের শিকার

জাতিসংঘের প্রতিবেদন বেড়েছে অনলাইন সহিংসতা, ১০ জনে ৭ নারী মানবাধিকারকর্মী ও সাংবাদিক ডিজিটাল নির্যাতনের শিকার

অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজদর্শনে বেগম রোকেয়া

জন্মদিনে পথিকৃতের প্রতি শ্রদ্ধা অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজদর্শনে বেগম রোকেয়া

দরিদ্র পরিবারে শিশু-মৃত্যু বেশি, মায়েদের স্বাস্থ্যসেবায় তীব্র বৈষম্য

পরিসংখ্যান ব্যুরো ও ইউনিসেফের জরিপ দরিদ্র পরিবারে শিশু-মৃত্যু বেশি, মায়েদের স্বাস্থ্যসেবায় তীব্র বৈষম্য

নারীবিদ্বেষী সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে, একে দমন করতে হবে

মহিলা পরিষদের সংবাদ সম্মেলন নারীবিদ্বেষী সংস্কৃতি প্রতিষ্ঠার চেষ্টা চলছে, একে দমন করতে হবে

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

বাড়ছে পারিবারিক সহিংসতা আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ দিবস আজ

২০২৪ সালে প্রতি ১০ মিনিটে একজন নারী হত্যা

জাতিসংঘের ভীতি সঞ্চারক প্রতিবেদন ২০২৪ সালে প্রতি ১০ মিনিটে একজন নারী হত্যা

গণমাধ্যমকর্মী স্বর্ণময়ীর আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি

২৪৩ বিশিষ্ট নাগরিকের বিবৃতি গণমাধ্যমকর্মী স্বর্ণময়ীর আত্মহত্যার ঘটনায় সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি