সর্বশেষ

দোষীদের বিচারের দাবিতে সিপিজে’র আহ্বান

প্রকাশিত: ১২ অগাস্ট ২০২৫, ১৪:০০
দোষীদের বিচারের দাবিতে সিপিজে’র আহ্বান

গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে নৃশংসভাবে হত্যা করার ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছে নিউইয়র্কভিত্তিক আন্তর্জাতিক সাংবাদিক সুরক্ষা সংস্থা কমিটি টু প্রটেক্ট জার্নালিস্টস (সিপিজে)। সংস্থাটি দ্রুত ও পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে দোষীদের বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে।

 

সোমবার (১১ আগস্ট) সিপিজে তাদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে তুহিন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে বলেন, “সাংবাদিকরা যাতে নির্ভয়ে কাজ করতে পারেন, সে জন্য কার্যকর পদক্ষেপ নিতে হবে।” সিপিজে’র এশিয়া অঞ্চলের পরিচালক বেহ লিহ ইই বলেন, “এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িত সকলকে অবিলম্বে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করতে হবে।”

 

প্রতিদিনের কাগজ-এর গাজীপুর প্রতিনিধি তুহিনকে ৭ আগস্ট রাত ৮টার দিকে স্থানীয় একটি এলাকায় কুপিয়ে হত্যা করা হয়। প্রত্যক্ষদর্শী ও সিসিটিভি ফুটেজের তথ্য অনুযায়ী, ঘটনার আগে তিনি এক সংঘর্ষের ভিডিও ধারণ করছিলেন, যেখানে কয়েকজন সশস্ত্র ব্যক্তি এক ব্যক্তিকে মারধরের চেষ্টা করছিল। জানা যায়, এই সংঘর্ষের পেছনে এক নারীর সঙ্গে বিরোধ ছিল। তুহিনকে ভিডিও মুছে ফেলতে বলা হলেও তিনি তা প্রত্যাখ্যান করে নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দেন এবং সরে যাওয়ার চেষ্টা করেন। এসময় হামলাকারীরা তাকে ধাওয়া করে একটি চায়ের দোকানে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করে।

 

পুলিশ ঘটনাস্থল থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে এবং ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পাঁচজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে। তবে সিপিজে’র পক্ষ থেকে পাঠানো ই-মেইলের জবাবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের মুখপাত্র এনামুল হক সাগর কোনো মন্তব্য করেননি।

 

সাংবাদিকদের ওপর সহিংসতা ও হুমকির ঘটনা বাংলাদেশে ক্রমেই বাড়ছে। সিপিজে’র তথ্য অনুযায়ী, ১৯৯২ সাল থেকে এখন পর্যন্ত পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে ২৬ জন সাংবাদিক প্রাণ হারিয়েছেন। সংস্থাটি বলেছে, এমন নৃশংস হত্যাকাণ্ড সাংবাদিকদের স্বাধীনভাবে কাজের পরিবেশকে আরও সংকুচিত করে এবং গণমাধ্যমের স্বাধীনতার জন্য বড় হুমকি তৈরি করে।

সব খবর

আরও পড়ুন

আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও ডিআরইউর তীব্র নিন্দা

আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও ডিআরইউর তীব্র নিন্দা

‘সরকারবিরোধী বক্তব্যের’ অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

বিকেলে আদালতে তোলা হবে ‘সরকারবিরোধী বক্তব্যের’ অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের হামলা

আহত অন্তত পাঁচ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের হামলা

ঢাকা মেডিকেলে সাংবাদিকের ওপর হাদির সমর্থকদের হামলা

ঢাকা মেডিকেলে সাংবাদিকের ওপর হাদির সমর্থকদের হামলা

ইউনূস সরকারের প্রথম ১৫ মাসে ১,০৭৩ সাংবাদিক নির্যাতনের শিকার: টিআইবি

গণমাধ্যমকর্মীদের ওপর সহিংসতা ২৩৮% বেড়েছে ইউনূস সরকারের প্রথম ১৫ মাসে ১,০৭৩ সাংবাদিক নির্যাতনের শিকার: টিআইবি

ব্যঙ্গ ও ভিন্নমতের বিরুদ্ধে মামলা ‘মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ’

আর্টিকেল নাইনটিনের নিন্দা ব্যঙ্গ ও ভিন্নমতের বিরুদ্ধে মামলা ‘মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে

জরিপে উদ্বেগজনক চিত্র ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে

সিরাজগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

সরকারি চাল বিক্রি সিরাজগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ