সর্বশেষ

রংপুরে ‘মব’ করে সাংবাদিককে মারধর করেছে ‘জুলাই যোদ্ধা’

প্রকাশিত: ২৩ সেপ্টেম্বর ২০২৫, ০২:১৮
রংপুরে ‘মব’ করে সাংবাদিককে মারধর করেছে ‘জুলাই যোদ্ধা’

রংপুরে ‘মব’ সৃষ্টি করে জ্যেষ্ঠ সাংবাদিক লিয়াকত আলী বাদলকে তুলে নিয়ে মারধর ও হেনস্তার অভিযোগ উঠেছে ‘জুলাই যোদ্ধা’ পরিচয় দেওয়া এক ব্যক্তির বিরুদ্ধে। ঘটনা ঘটেছে রবিবার (২১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে নগরের কাচারিবাজারে। বাদল বাংলা ট্রিবিউনের রংপুর প্রতিনিধি, একুশে টেলিভিশনের রংপুর বিভাগীয় প্রতিনিধি এবং দৈনিক সংবাদের রংপুরের নিজস্ব প্রতিবেদক হিসেবে কর্মরত।

 

লিয়াকত আলী বাদল অভিযোগ করেন, সংবাদ প্রকাশের জেরে এনায়েত আলী ওরফে রকি নেতৃত্বে ১৫–২০ জনের একটি মব তাকে তুলে নিয়ে সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তার (সিইও) কার্যালয়ে নেওয়ার চেষ্টা করে। সেখানে তাকে জোর করে ক্ষমা চাইতে বলা হয় এবং সংবাদ প্রত্যাহার করতে চাপ দেওয়া হয়। তিনি বলেন, ‘‘আমি অন্যায় করিনি, তাই ক্ষমা চাইনি। ন্যায়বিচার চাই।’’ বাদলের প্রকাশ করা সংবাদ ছিল ‘‘রংপুরে জুলাই যোদ্ধাদের নামে অটোরিকশার লাইসেন্স, ৫ কোটি টাকা বাণিজ্যের পাঁয়তারা’’ শীর্ষক প্রতিবেদন।

 

এই ঘটনার প্রতিবাদে রংপুর সিটি করপোরেশনের সামনে বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতারা বিক্ষোভ করেন। রংপুর সাংবাদিক ইউনিয়ন (আরপিইউজে) সাধারণ সম্পাদক সরকার মাজহারুল মান্নান জানান, জড়িত ব্যক্তিদের ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার এবং প্রধান নির্বাহী কর্মকর্তার অপসারণের দাবি জানানো হবে।

 

অভিযুক্ত এনায়েত আলী দাবি করেন, তিনি জুলাই আন্দোলনের রাজবন্দী সৈনিক এবং সাংবাদিককে ‘আপসে’ নিয়ে আসা হয়েছে, কোনো অসম্মান করা হয়নি। সিইও উম্মে ফাতিমা বলেন, তার বিরুদ্ধে অভিযোগ ভিত্তিহীন এবং কেউ প্রমাণ করতে পারলে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে।

 

রংপুর মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান জানিয়েছেন, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে দোষীদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

 

সাংবাদিক সমাজের নেতারা মন্তব্য করেছেন, সংবাদ প্রকাশের কারণে সাংবাদিককে তুলে নিয়ে হেনস্থা করা নজিরবিহীন ও গণতান্ত্রিক মূল্যবোধের জন্য বিপজ্জনক। তারা সতর্ক করেছেন, ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তার ও সিইও-এর অপসারণ না হলে কঠোর আন্দোলন শুরু হবে।

 

এই ঘটনার মাধ্যমে দেশে সাংবাদিক সমাজের স্বাধীনতা ও নিরাপত্তা বিষয়ে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।

সব খবর

আরও পড়ুন

আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও ডিআরইউর তীব্র নিন্দা

আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও ডিআরইউর তীব্র নিন্দা

‘সরকারবিরোধী বক্তব্যের’ অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

বিকেলে আদালতে তোলা হবে ‘সরকারবিরোধী বক্তব্যের’ অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের হামলা

আহত অন্তত পাঁচ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের হামলা

ঢাকা মেডিকেলে সাংবাদিকের ওপর হাদির সমর্থকদের হামলা

ঢাকা মেডিকেলে সাংবাদিকের ওপর হাদির সমর্থকদের হামলা

ইউনূস সরকারের প্রথম ১৫ মাসে ১,০৭৩ সাংবাদিক নির্যাতনের শিকার: টিআইবি

গণমাধ্যমকর্মীদের ওপর সহিংসতা ২৩৮% বেড়েছে ইউনূস সরকারের প্রথম ১৫ মাসে ১,০৭৩ সাংবাদিক নির্যাতনের শিকার: টিআইবি

ব্যঙ্গ ও ভিন্নমতের বিরুদ্ধে মামলা ‘মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ’

আর্টিকেল নাইনটিনের নিন্দা ব্যঙ্গ ও ভিন্নমতের বিরুদ্ধে মামলা ‘মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে

জরিপে উদ্বেগজনক চিত্র ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে

সিরাজগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ

সরকারি চাল বিক্রি সিরাজগঞ্জে সাংবাদিককে লাঞ্ছিতের অভিযোগ