সর্বশেষ

নাটোরে চিকিৎসককে নিজ কক্ষে গলা কেটে হত্যা

প্রকাশিত: ২ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬
নাটোরে চিকিৎসককে নিজ কক্ষে গলা কেটে হত্যা
নিহত চিকিৎসক ডা. আমিনুল ইসলাম

নাটোর শহরের মাদ্রাসা মোড় এলাকায় অবস্থিত জনসেবা হাসপাতালের নিজ কক্ষ থেকে হাসপাতালের স্বত্বাধিকারী ও বিশিষ্ট চিকিৎসক ডা. আমিনুল ইসলামের (৬৫) গলা কাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালের স্টাফরা দরজা ভেঙে তার মরদেহ দেখতে পান।

 

নিহত আমিনুল ইসলাম জেলার জিয়া পরিষদের সিনিয়র সহসভাপতি, ড্যাব ও বিএমএ জেলা সভাপতি এবং বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক অ্যাসোসিয়েশনের জেলা সভাপতি ছিলেন। তিনি নাটোরের সাবেক সিভিল সার্জনও ছিলেন।

 

পুলিশের প্রাথমিক ধারণা, রবিবার রাত থেকে সোমবার সকাল ৮টার মধ্যে হত্যাকাণ্ডটি সংঘটিত হয়েছে। ঘটনার সময় হাসপাতালের দায়িত্বে ছিলেন আমিনুল ইসলাম ও দুজন নার্স। সোমবার সকালে সিজারিয়ান রোগীর ছাড়পত্রের জন্য ডাকতে গিয়ে স্টাফরা তার কক্ষ থেকে কোনও সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢোকেন এবং মেঝেতে গলা কাটা অবস্থায় লাশ পড়ে থাকতে দেখেন।

 

নাটোরের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন জানান, “ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে। প্রযুক্তিগত তথ্য সংগ্রহ করে দ্রুত জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।”

 

অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম বলেন, “নিহতের গলায় ও গোপনাঙ্গে আঘাতের চিহ্ন রয়েছে। ব্যবসায়িক, রাজনৈতিক বা ব্যক্তিগত বিরোধের সম্ভাবনা তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সময় কর্মরত সবাইকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

 

নিহতের স্ত্রী তাসমিন সুলতানা নাটোর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে হত্যা মামলা করেছেন।

 

বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশনের জেলা নেতা আব্দুল আওয়াল রাজা এ হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেফতারের দাবি জানান।

 

কেন্দ্রীয় বিএনপি নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। দ্রুত তদন্ত করে রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে হবে।”

সব খবর

আরও পড়ুন

অন্তর্বর্তী সরকারের শাসনে ‘অপরাধের রাজত্ব’, খুন–ধর্ষণ–ছিনতাইয়ে দিশেহারা দেশ

১১ মাসে ৩৫০৯ খুন অন্তর্বর্তী সরকারের শাসনে ‘অপরাধের রাজত্ব’, খুন–ধর্ষণ–ছিনতাইয়ে দিশেহারা দেশ

দেশে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২টি মাদকসংশ্লিষ্ট হত্যাকাণ্ড

খুনসহ অপরাধ বাড়াচ্ছে মাদক দেশে প্রতিদিন গড়ে ১০ থেকে ১২টি মাদকসংশ্লিষ্ট হত্যাকাণ্ড

টেকনাফে অপহরণের আতঙ্কে সন্ধ্যার পর নিস্তব্ধ জনপদ

শিশু-কিশোরদের টার্গেট করছে ডাকাত দল টেকনাফে অপহরণের আতঙ্কে সন্ধ্যার পর নিস্তব্ধ জনপদ

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী গ্রেপ্তার

বাঞ্ছারামপুরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

চাঁদা না দেয়ার জের বাঞ্ছারামপুরে আওয়ামী লীগ নেতাকে গলা কেটে হত্যা

কক্সবাজারে অধিনায়কসহ র‍্যাব-১৫–এর ৩ শতাধিক সদস্যকে গণবদলি

ইয়াবাকাণ্ড কক্সবাজারে অধিনায়কসহ র‍্যাব-১৫–এর ৩ শতাধিক সদস্যকে গণবদলি

খুলনায় আদালত চত্বরে দিবালোকে গুলি করে ও কুপিয়ে হত্যা

নিহত ২ খুলনায় আদালত চত্বরে দিবালোকে গুলি করে ও কুপিয়ে হত্যা

মসজিদের শহর থেকে ঢাকা এখন লাশের শহর

১৪ মাসে ৪৫৬ খুন মসজিদের শহর থেকে ঢাকা এখন লাশের শহর