সর্বশেষ

তৌহিদী জনতা ও স্থানীয়দের মধ্যে উত্তেজনা অব্যাহত

শেরপুরে জারি গানের আসর ঘিরে সংঘর্ষ, অবরুদ্ধ গ্রামে আতঙ্ক

প্রকাশিত: ২১ অক্টোবর ২০২৫, ০৩:২২
শেরপুরে জারি গানের আসর ঘিরে সংঘর্ষ, অবরুদ্ধ গ্রামে আতঙ্ক

শেরপুর সদর উপজেলার নলবাইদ ও চরমোচারিয়া ইউনিয়নের চরভাবনা নয়াপাড়া গ্রামে ঐতিহ্যবাহী জারি গানের আসরকে কেন্দ্র করে সংঘর্ষ, মঞ্চ ভাঙচুর ও গণপিটুনির ঘটনায় অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার পর থেকে এলাকা থমথমে, মাদ্রাসা শিক্ষক-শিক্ষার্থীদের অবরোধে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।

 

সংঘর্ষ ও হামলার ঘটনা

 

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকজন তরুণ কয়েকদিন আগে নয়াপাড়া গ্রামে ঐতিহ্যবাহী জারি গানের আসরের আয়োজন করেন। প্রথম দফায় স্থানীয় কিছু মাদ্রাসা শিক্ষক ও ছাত্র নিজেদের “তৌহিদী জনতা” পরিচয়ে এসে অনুষ্ঠানটি “হারাম” বলে বন্ধ করে দেন। পরে আয়োজকরা আবারও অনুষ্ঠান বসালে শুক্রবার রাতে তৌহিদী জনতা অশ্লীলতার অভিযোগ তুলে মঞ্চে হামলা চালায় ও ভাঙচুর করে।

 

 

এ সময় আয়োজক ও স্থানীয়দের মধ্যে বাগবিতণ্ডা সংঘর্ষে রূপ নেয়। গানের শ্রোতারা একজোট হয়ে হামলাকারীদের পাল্টা ধাওয়া দিলে সাতজন গুরুতর আহত হন। পরে তারা ক্ষমা চাইলে গ্রামবাসী তাদের ছেড়ে দেয়। সংঘর্ষের পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

অবরোধ ও মাদ্রাসা বিক্ষোভ

 

শনিবার সকালে চরমোচারিয়া ইউনিয়নের বিভিন্ন মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীরা বিক্ষোভে নামে। তারা নন্দীর বাজার এলাকার ঝগড়ারচর-বকশীগঞ্জ সড়ক তিন ঘণ্টা অবরোধ করে রাখে এবং হামলাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবি জানায়। ইত্তেফাকুল উলামার সভাপতি মাওলানা আজিজুর রহমানসহ কয়েকজন আলেম বক্তব্য দেন, দাবি করেন এলাকায় নাচ-গানের নামে অশ্লীলতা বাড়ছে, যা বন্ধ করা জরুরি।

 

অন্যদিকে আয়োজকরা বলেন, জারি আসরে কোনো অশ্লীলতা হয়নি, কেবল কয়েকজন তৃতীয় লিঙ্গের মানুষ নাচ পরিবেশন করেছিলেন।

 

 

মামলা ও প্রশাসনের অবস্থান

 

শনিবার রাতে মাওলানা ফখরুজ্জামানের নেতৃত্বে ইত্তেফাকুল উলামার পক্ষ থেকে ২৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৩৫ জনকে আসামি করে সদর থানায় মামলা দায়ের করা হয়। আহত শাহীনূর রহমানসহ ১১ জনকে সাক্ষী করা হয়েছে।

 

সদর থানার ওসি জুবায়দুল আলম বলেন, “মামলা হয়েছে, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। পরিস্থিতি এখন অনেকটা নিয়ন্ত্রণে আছে। নিরপরাধ কেউ যেন হয়রানির শিকার না হন, সে বিষয়ে পুলিশ সতর্ক।”

 

এদিকে সংঘর্ষের পর নয়াপাড়া গ্রামের ওপর মুসল্লিদের নিষেধাজ্ঞা জারি থাকায় দোকানপাট বন্ধ ও মানুষের চলাচল সীমিত হয়ে পড়ে। বিশেষ করে নারীরা বাইরে বের হলে জেরার মুখে পড়ছেন বলে স্থানীয়রা জানিয়েছেন।

 

গ্রামজুড়ে আতঙ্ক, প্রশাসনের সতর্কতা

 

চরমোচারিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড সদস্য জাফর মিয়া জানান, “আমাদের গ্রামে প্রায় দুই হাজার মানুষ বাস করে। এখন সবাই আতঙ্কে আছে, কেউ বাইরে যাচ্ছেন না।” ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড সদস্য মিজানুর রহমান বলেন, “শনিবার রাত পর্যন্ত মুসল্লিরা অটোরিকশা তল্লাশি করে হামলাকারীদের খুঁজছিলেন, তবে রোববার থেকে পরিস্থিতি কিছুটা সহনীয়।”

 

ইত্তেফাকুল উলামার সভাপতি বড় হুজুর আজিজুর রহমান মুসল্লিদের উদ্দেশে বলেন, “আমি কোনো দাঙ্গা-হাঙ্গামা চাই না। কারও জানমালের ক্ষতি যেন না হয়।”

 

এদিকে প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে। জেলার পুলিশ ও স্থানীয় প্রশাসন পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

সব খবর

আরও পড়ুন

মৃদু থেকে তীব্র ১০ শৈত্যপ্রবাহ, ৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা

শীতের আগাম বার্তা মৃদু থেকে তীব্র ১০ শৈত্যপ্রবাহ, ৪ ডিগ্রিতে নামবে তাপমাত্রা

গাইবান্ধায় ‘গরু চোর সন্দেহে’ তিনজনকে পিটিয়ে হত্যা

গাইবান্ধায় ‘গরু চোর সন্দেহে’ তিনজনকে পিটিয়ে হত্যা

সুন্দরবনে ফের জলদস্যু আতঙ্ক, বনজীবীরা নিরাপত্তাহীনতায়

সুন্দরবনে ফের জলদস্যু আতঙ্ক, বনজীবীরা নিরাপত্তাহীনতায়

নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতার লাশ

গায়ে ছুরিকাঘাতের একাধিক চিহ্ন নিজ বাসার ছাদে আওয়ামী লীগ নেতার লাশ

অস্ত্র উঁচিয়ে হিন্দুদের হত্যা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংখ্যালঘু ঐক্যমোর্চার উদ্বেগ

অস্ত্র উঁচিয়ে হিন্দুদের হত্যা ও সংখ্যালঘুদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংখ্যালঘু ঐক্যমোর্চার উদ্বেগ

সাত দিনেও চালু হয়নি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র, উত্তরবঙ্গে লোডশেডিংয়ে চরম ভোগান্তি

সাত দিনেও চালু হয়নি বড়পুকুরিয়া তাপবিদ্যুৎকেন্দ্র, উত্তরবঙ্গে লোডশেডিংয়ে চরম ভোগান্তি

মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, বন্ধ ট্রেন চলাচল

মেট্রো লাইনের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু, বন্ধ ট্রেন চলাচল

রাজধানীতে গণপরিবহন ব্যবস্থায় অনিয়ম চরমে

পরিবহন খাতে নৈরাজ্য রাজধানীতে গণপরিবহন ব্যবস্থায় অনিয়ম চরমে