সর্বশেষ

রম্য রচনা

ইসলামের মালিকানা: এক মহামহিম দরবারী নাটক

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৪:২২
ইসলামের মালিকানা: এক মহামহিম দরবারী নাটক

ইসলাম ধর্ম আজকাল বড়ই বিপন্ন। সে আর ধর্ম নয়, যেন এক রাজ্য—যাহার সিংহাসন দখলের জন্য চলিতেছে এক মহামহিম দরবারী নাটক। জামাত বলিতেছে, “আমাদের সাথে থাকিলে বেহেশতের টিকিট নিশ্চিত। অন্যরা তো পথভ্রষ্ট।” হেফাজত চিৎকার করে “ওরা তো মুনাফেক! আইসো, আমাদের ছায়াতলে।” আহলে হাদীস আর্তনাদ করে “হায়রে মুর্খ! ভণ্ডের পিছে দৌড়াইছো কেন? সত্যের পথে আইসো, আমাদের পথে।”

 

সুন্নীরা বলে, “তুই কেরে বেটা? আসল তখতের দাবিদার তো আমরাই!” হরকাতুল জিহাদ তলোয়ার উঁচাইয়া বলে “খামোশ! ইসলাম রক্ষা করিবার দায়িত্ব আমাদের।” তাবলীগ জামাত হাসিয়া কাঁদিয়া তাহসিহে নিয়ত বান্ধিয়া বলে, “ভাই, দাওয়াত গ্রহণ করো, বাকিটা আল্লাহর হাতে।”

 

আহমেদিয়া জামাত, জামাতুল মুজাহিদিন, দেওয়ানবাগী, জাকের পার্টি, হিজবুত তাওহীদ—সবাই গাট্টি বোস্কা বাঁধিয়া গদী দখলের মহাযুদ্ধে লিপ্ত। কেউ বলে, “আমিই প্রকৃত পথপ্রদর্শক।” কেউ বলে, “আমার ব্যাখাই খাঁটি।” কেউ আবার বলে, “আমিই সর্বোত্তম সিলসিলা, আসল খলিফা।”

 

এদিকে আম মুসলিম জনতা আছে বড়ই পেরেশানিতে। কোনটা বাছিবে, কোনটা উজাড় করিবে? এক দল বলে, “আমাদের পথে না চলিলে ঈমান নাই।” অন্য দল বলে, “ওদের পথে চলিলে কুফরি।” তৃতীয় দল বলে, “তুমি তো মুরতাদ!” চতুর্থ দল বলে, “তুমি তো জাহান্নামী!”

 

ইসলাম ধর্ম এইসব কাজিয়া দেখে আরবের মরুভূমির সাত স্তরের বালির তলে লুক্কায়িত হইয়া স্বয়ং খোদাতালার সাহায্য প্রার্থনা করিয়া বলে, “হে আল্লাহ! আমাকে লওয়াও ছুটি, এ অনন্ত ছুটাছুটি হইতে। ব্যর্থ শূন্যপানে চাহিয়া থাকিতে আর পারি না।”

 

মসজিদে নামাজ পড়িতে গেলে ইমাম সাহেব প্রথমে ঘোষণা দেন, “বেদয়াত, শিরক, কুফরি হইতে নাজাত লাভ করুন” ওয়াজ মাহফিলে বক্তা বলেন, “আমার ব্যাখা ছাড়া ইসলাম বুঝা যায় না।” টিভি চ্যানেলে ইসলামি বিতর্কে একে অপরকে কাফের ঘোষণা করিয়া, পর্দার আড়ালে চা খাইয়া হাসাহাসি চলে।

 

ইসলামের নামে দল, ইসলামের নামে ভোট, ইসলামের নামে ব্যবসা, ইসলামের নামে হুমকি—সবই চলিতেছে। অথচ ইসলাম নিজে বলিতেছে, “আমি তো শান্তি, আমি তো মানবতা, আমি তো আল্লাহর পথ। আমাকে নিয়ে এত কাড়াকাড়ি কেন?”

 

বাংলাদেশে ইসলামকে রক্ষা করিতে এখন স্বয়ং আল্লাহ ছাড়া আর কারো সাধ্য নাই। কারণ, যাহারা রক্ষক হইবার দাবিদার, তাহারাই আজ বিভ্রান্তির বীজ বপন করিতেছে। ইসলাম আজ দলীয় ব্যানারে বন্দি আর মুসলমান—সে তো ভোটার, সে তো অনুসারী, সে তো বিভ্রান্ত পথিক।

 

হে আল্লাহ! তুমি ছাড়া আর কে আছে, যিনি এই ধর্মকে রক্ষা করিবেন? যিনি বলিবেন, “তোমরা দল নয়, ধর্মকে ভালোবাসো।” যিনি বলিবেন, “তোমরা তখতের নয়, তাকওয়ার পথে চলো।”

 

লেখক: এক ক্লান্ত পেনসিল, মিথ্যার প্রলেপে রঞ্জিত এক বিবর্ণ সত্যের মশাল

সব খবর