আন্তর্জাতিক সহায়তা অর্ধেকে নেমে এসেছে, অন্তর্বর্তী সরকারের ডাকে সাড়া নেই
বাংলাদেশে আশ্রয় নেওয়া প্রায় ১২ লাখ রোহিঙ্গা এখন ভয়াবহ মানবিক সংকটের মুখোমুখি। চলতি বছর রোহিঙ্গা তহবিলে আন্তর্জাতিক সহায়তা প্রয়োজনের ৫০ শতাংশেরও কম পাওয়া গেছে। ফলে খাদ্য, স্বাস্থ্যসেবা, পুষ্টি, শিক্ষা এবং আশ্রয়সহ প্রতিটি মানবিক খাতে তীব্র ঘাটতি তৈরি হয়েছে। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, দ্রুত সহায়তা বৃদ্ধি না হলে পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে, যা শুধু রোহিঙ্গাদেরই নয় বাংলাদেশের জন্যও বড় ঝুঁকি তৈরি করবে।