ডিসেম্বরের কাছে ফিরে যাওয়া: তরুণদের বাংলাদেশ ও এক অসমাপ্ত স্বপ্ন
ডিসেম্বর এলে বাংলাদেশ আর শুধু একটি ক্যালেন্ডারের পাতা থাকে না। ডিসেম্বর আমাদের ঘরে ঢুকে পড়ে আলপনায়, গানে, বুকের গভীর কোনো অদৃশ্য কুঠুরিতে। এই মাস আমাদের স্মরণ করায়, আমরা কী ছিলাম, কী হতে চেয়েছিলাম, আর আজ কী হয়ে উঠছি। ১৬ ডিসেম্বর তাই কেবল বিজয়ের দিন নয়, এটি এক প্রশ্নের দিন। প্রশ্নটা তরুণদের উদ্দেশে, আবার আমাদের সবার দিকেই ছোঁড়া: এই বাংলাদেশ কি সেই বাংলাদেশ, যার জন্য রক্ত ঝরেছিল?