নিখোঁজ এস এম কামরুজ্জামান সাগরকে ঘিরে উদ্ভূত উদ্বেগ ও জাতির দায়বদ্ধতা
বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা বহুবার মতপ্রকাশের স্বাধীনতা, মানবাধিকার, এবং নাগরিকের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সাম্প্রতিক সময়ে টেলিভিশন নাট্য পরিচালক, সংস্কৃতিকর্মী এবং ডিরেক্টরস গিল্ডের সাবেক সাধারণ সম্পাদক এস এম কামরুজ্জামান সাগরের নিখোঁজ হওয়ার ঘটনা আবারও সেই প্রশ্নকে সামনে এনেছে। পাঁচ দিন ধরে তার কোনো খোঁজ না পাওয়ায় পরিবার, সহকর্মী, সংস্কৃতি অঙ্গন এবং সাধারণ মানুষের মধ্যে তীব্র উদ্বেগ দেখা দিয়েছে।