শিল্পীর রেখায় মুক্তির স্বপ্ন
বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ শুধু রণাঙ্গনের লড়াই নয়; এটি ছিল রাজনৈতিক, সাংস্কৃতিক ও নান্দনিক প্রতিরোধের সম্মিলিত ঐতিহ্য। সেই প্রতিরোধের সবচেয়ে দৃশ্যমান অথচ প্রায়শই উপেক্ষিত অধ্যায়টি হলো চারুশিল্পীদের ভূমিকা। ক্যানভাস, রং, কালি, কাঠখোদাই, পোস্টার সবই হয়ে উঠেছিল বাঙালির চেতনা, প্রতিবাদ ও স্বাধীনতার আকাঙ্ক্ষা প্রকাশের শক্তিশালী ভাষা।