এক সংগ্রামী রাজনৈতিক প্রজন্মের নির্মাতা
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে শেখ ফজলুল হক মণি এক বহুমাত্রিক ব্যক্তিত্ব—ছাত্রনেতা, সংগঠক, গেরিলা যুদ্ধের কৌশলী, সাংবাদিক, সাহিত্যিক এবং যুবরাজনীতির স্থপতি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে হয়েও তিনি নিজস্ব শক্তি, মেধা ও সাংগঠনিক দক্ষতায় বাঙালির রাজনৈতিক ইতিহাসের এক অনন্য অধ্যায় হয়ে ওঠেন।