লালনের সুরে অনন্ত যাত্রা
বাংলার গান, বাংলার মাটি আর বাংলার মানুষ—এই তিনের এক অনন্য সেতুবন্ধন হয়ে উঠেছিলেন ফরিদা পারভীন। গতকাল তিনি চলে গেলেন। চলে গেলেন মানে কেবল একজন শিল্পীর বিদায় নয়, বরং এক দীর্ঘ সাধনার অবসান, এক অমূল্য সম্পদের অন্তিম নীরবতা। তবু তিনি যে সুরের উত্তরাধিকার রেখে গেলেন, তা প্রজন্ম থেকে প্রজন্মে বেঁচে থাকবে, যেমন বেঁচে থাকে নদীর গান কিংবা আকাশের বাতাস।