দেশে গমের আবাদে ধস, উৎপাদন সর্বনিম্ন পর্যায়ে
বাংলাদেশে গমের উৎপাদন ক্রমাগত কমছে। ২০২৪–২৫ অর্থবছরে গমের আবাদ নেমে এসেছে দেশের ইতিহাসে সর্বনিম্ন পর্যায়ে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ বছর লক্ষ্যমাত্রার চেয়ে ৬০ হাজার টন কম গম উৎপাদিত হয়েছে। বিশ্লেষকরা বলছেন, সরকারের সুনির্দিষ্ট নীতিমালার অভাব, জলবায়ু পরিবর্তন, রোগবালাই, আধুনিক চাষপদ্ধতির অভাব এবং কৃষকদের পর্যাপ্ত সহায়তা না পাওয়াই এই পতনের মূল কারণ।