অসাম্প্রদায়িক ও প্রগতিশীল সমাজদর্শনে বেগম রোকেয়া
নারী জাগরণের অগ্রদূত, শিক্ষাবিদ ও লেখক বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের (১৮৮০–১৯৩২) ১৪৬তম জন্মদিন আজ। অসাম্প্রদায়িক, অন্তর্ভুক্তিমূলক এবং বিজ্ঞানমনস্ক সমাজের যে কল্পনা তিনি এক শতাব্দী আগে উপস্থাপন করেছিলেন, তা আজও সমান প্রাসঙ্গিক। সাম্প্রদায়িক সংঘাত, লিঙ্গবৈষম্য কিংবা সামাজিক সংকট অতিক্রম করে মানবিক, শিক্ষিত ও প্রগতিশীল জাতি গঠনের যে দর্শন রোকেয়া লালন করেছিলেন, তা তার সাহিত্য ও সক্রিয় জীবনের প্রতিটি স্তরে প্রকাশ পেয়েছে।