পদ্মাসেতু ও মেট্রোরেলে নিরাপত্তা ঝুঁকি, সতর্ক নজরদারি জরুরি
বাংলাদেশের মেগা অবকাঠামোগত প্রকল্পগুলো সাম্প্রতিক বছরগুলোতে দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। মেট্রোরেল, পদ্মাসেতু, এক্সপ্রেসওয়ে, বিমানবন্দর সম্প্রসারণ, কর্নফুলী টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং দেশের বিভিন্ন ফ্লাইওভার শুধু দেশের যোগাযোগ ব্যবস্থা শক্তিশালী করেনি, বরং আন্তর্জাতিক বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতায় দেশের অবস্থান দৃঢ় করেছে। জাপান, চীন ও কোরিয়ার মতো বিশ্ববিখ্যাত প্রতিষ্ঠান এই প্রকল্পগুলোর সঙ্গে যুক্ত থেকেছে এবং আন্তর্জাতিক মান বজায় রাখার চেষ্টা করেছে।