সর্বশেষ

অন্তর্বর্তী সরকারের নতুন নীতিমালা

গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ ২০% বাড়ছে

প্রকাশিত: ৪ নভেম্বর ২০২৫, ০৯:৩০
গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ ২০% বাড়ছে

দেশের ইন্টারনেট ব্যবহারকারীদের জন্য আসছে বড় ধাক্কা। নতুন টেলিকম পলিসি বাস্তবায়নের কারণে গ্রাহক পর্যায়ে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবার খরচ ২০ শতাংশ পর্যন্ত বাড়তে যাচ্ছে বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডারদের সংগঠন আইএসপিএবি।

 

আজ সোমবার গণমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে আইএসপিএবি সভাপতি মোহাম্মদ আমিনুল হাকিম জানান, নতুন নীতিমালায় ফি ও চার্জ বৃদ্ধির ফলে ইন্টারনেট কোম্পানিগুলোর সেবাদান ব্যয় বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়বে সাধারণ গ্রাহকের ওপর। তিনি বলেন, “টেলিকম পলিসি সংশোধন না হলে গ্রাহকদের খরচ বাড়বে এবং বাংলাদেশ ডিজিটালি ‘শাটডাউন’ হয়ে যাওয়ার ঝুঁকিতে পড়বে।”

 

তিনি উদাহরণ দিয়ে বলেন, বর্তমানে ৫০০ টাকার ব্রডব্যান্ড সংযোগে অতিরিক্ত ১০০ টাকা এবং ১,০০০ টাকার সংযোগে ২০০ টাকা পর্যন্ত বাড়তে পারে। অর্থাৎ গ্রাহকদের মাসিক ইন্টারনেট ব্যয় স্বাভাবিকের তুলনায় উল্লেখযোগ্য হারে বাড়বে।

 

আইএসপিএবি মনে করে, ব্রডব্যান্ড সেবাকে সাশ্রয়ী রাখতে হলে নীতিমালা সংশোধন করা জরুরি। এ বিষয়ে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার উদ্যোগ নেওয়া হলেও এখনও সমাধানের কোনও নিশ্চয়তা মেলেনি বলে জানান সংগঠনের সভাপতি। তাঁর দাবি, ইন্টারনেট অবকাঠামোর ওপর অতিরিক্ত আর্থিক চাপ সৃষ্টি হলে অনেক প্রতিষ্ঠান টিকে থাকতে পারবে না, ফলে সারাদেশে ডিজিটাল সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

 

আগামী জাতীয় নির্বাচনের আগেই রাজনৈতিক দলগুলোকে টেলিকম নীতিমালার বিষয়ে হস্তক্ষেপ করার আহ্বান জানান তিনি। তাঁর ভাষায়, “ডিজিটাল বাংলাদেশ থেকে স্মার্ট বাংলাদেশে যেতে হলে নীতিগত সিদ্ধান্তগুলো জনগণের পক্ষে হতে হবে। ইন্টারনেট সেবা ব্যাহত বা ব্যয়বহুল হয়ে গেলে তার ক্ষতি জাতীয় উন্নয়নেই পড়বে।”

 

প্রসঙ্গত, বাংলাদেশে বর্তমানে ব্রডব্যান্ড ব্যবহারকারীর সংখ্যা বাড়লেও অনেক অঞ্চলে এখনও সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট পাওয়া কঠিন। নতুন নীতিমালা বাস্তবায়নের ফলে তা আরও কঠিন হয়ে পড়ার আশঙ্কা করছে খাতসংশ্লিষ্টরা।

সব খবর