সর্বশেষ

সৌর ব্যতিচারে টানা ৮ দিন সম্প্রচারে বিঘ্নের শঙ্কা

প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৭
সৌর ব্যতিচারে টানা ৮ দিন সম্প্রচারে বিঘ্নের শঙ্কা

আগামী ২৯ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবর পর্যন্ত সৌর ব্যতিচারের কারণে প্রতিদিন কয়েক মিনিটের জন্য দেশে স্যাটেলাইট-নির্ভর সম্প্রচারে সাময়িক বিঘ্ন ঘটতে পারে। এ তথ্য জানিয়েছে বাংলাদেশ স্যাটেলাইট কোম্পানি লিমিটেড (বিএসসিএল)।

 

বুধবার (১৭ সেপ্টেম্বর) বিএসসিএলের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌর ব্যতিচার একটি স্বাভাবিক জ্যোতির্বৈজ্ঞানিক ঘটনা, যা বছরে দুইবার ঘটে। এই সময়ে সূর্য, স্যাটেলাইট এবং পৃথিবী একই সরলরেখায় অবস্থান করে। ফলে সূর্যের তীব্র বিকিরণের কারণে স্যাটেলাইট সিগন্যাল দুর্বল হয়ে যায় এবং সম্প্রচার কার্যক্রমে সাময়িক সমস্যা দেখা দেয়।

 

বাংলাদেশের প্রথম স্যাটেলাইট ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ এর ক্ষেত্রেও এবার এ ধরনের ব্যতিচার ঘটবে। এর প্রভাবে আট দিন ধরে প্রতিদিন সকাল ৯টা ২৯ মিনিট থেকে ৯টা ৪২ মিনিট পর্যন্ত কিছু সময় সম্প্রচারে বিঘ্ন ঘটতে পারে।

 

সম্ভাব্য বিঘ্নের সময়সূচি অনুযায়ী, ২৯ সেপ্টেম্বর সম্প্রচার ব্যাহত হতে পারে সর্বোচ্চ ৩ মিনিট, ৩০ সেপ্টেম্বর ৯ মিনিট, ১ অক্টোবর ১২ মিনিট, ২ ও ৩ অক্টোবর ১৩ মিনিট করে, ৪ অক্টোবর ১২ মিনিট, ৫ অক্টোবর ১১ মিনিট এবং ৬ অক্টোবর সর্বোচ্চ ৮ মিনিট।

 

বিএসসিএল জানিয়েছে, সৌর ব্যতিচারের সময় তারা সার্বক্ষণিকভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করবে এবং সেবার মান বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, সৌর ব্যতিচার দীর্ঘমেয়াদি কোনো ক্ষতির কারণ নয়, এটি শুধুমাত্র সাময়িক সমস্যা সৃষ্টি করে।

 

উল্লেখ্য, ২০১৮ সালে উৎক্ষেপণ করা ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট’ বর্তমানে দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে সম্প্রচার ও টেলিযোগাযোগ সেবা দিয়ে আসছে।

সব খবর