ঋত্বিক ও প্রতীতি জন্মশতবার্ষিকী
বাংলা চলচ্চিত্রের বরপুত্র, অসামান্য চলচ্চিত্রশিল্পী ঋত্বিক ঘটকের জন্মশতবর্ষ আজ। সিনেমাকে যিনি শিল্প থেকে জীবন, প্রতিবাদ থেকে মানবতার মহাকাব্যে রূপ দিয়েছিলেন—তাঁর স্মরণে, সম্মানে বিডি ভয়েসে ঋত্বিকের চলচ্চিত্র, দর্শন, শিল্পচেতনা ও সমাজবাস্তবতার নানা দিক নিয়ে প্রকাশিতব্য বিশেষ ধারাবাহিকের প্রথম রচনা এটি।
ঋত্বিককে ফিরে দেখার এই যাত্রায় পাঠকদের স্বাগতম।