রাজধানীতে পানির সংকট, ভূগর্ভস্থ পানি উত্তোলনে গতি কম থাকার অজুহাত ওয়াসার
ভাদ্র মাসের তীব্র তাপপ্রবাহে রাজধানী ঢাকাসহ সারাদেশে জনজীবন বিপর্যস্ত। স্বস্তির বৃষ্টির দেখা মিললেও তা অল্প সময়ের জন্য, এরপরই আবার রোদে পুড়ছে নগরবাসী। এই পরিস্থিতিতে পুরান ঢাকার বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে তীব্র পানির সংকট। যদিও কিছু এলাকায় সমস্যা সাময়িকভাবে সমাধান হয়েছে, তবে হাজারীবাগ, এনায়েতগঞ্জ, জিগাতলা, টালি অফিসসহ অঞ্চল-২-এর বেশ কয়েকটি এলাকায় এখনও পানির সংকটে ভুগছেন বাসিন্দারা।