সর্বশেষ

কূটনৈতিক অঙ্গনে আলোড়ন

দিল্লীতে পুতিন–শেখ হাসিনার একান্ত বৈঠকের গুঞ্জন

কূটনীতি ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১২:০০
দিল্লীতে পুতিন–শেখ হাসিনার একান্ত বৈঠকের গুঞ্জন

ভারত সফররত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত বৈঠক হয়েছে এমন গুঞ্জনে সরগরম কূটনৈতিক অঙ্গন। একাধিক সূত্র দাবি করছে, এই বৈঠকটি পুতিনের ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে নির্ধারিত সাক্ষাতের ঠিক আগে অনুষ্ঠিত হয়।

 

সূত্র বলছে, রাষ্ট্রপতি ভবনের একটি বিশেষ কনফারেন্স স্যুটে অনুষ্ঠিত এই আলোচনার সময়কাল ছিল প্রায় ১৭ মিনিট। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে এখনও কোনো তথ্য প্রকাশিত হয়নি। বিষয়টি নিয়ে বাংলাদেশ বা রাশিয়ার পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

 

রাশিয়ান প্রেসিডেন্টের দুই দিনের ভারত সফর (৪–৫ ডিসেম্বর) চলাকালীন রাষ্ট্রপতি ভবনের ভেতরেই এই একান্ত সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানা গেছে। নিরাপত্তার অংশ হিসেবে শেখ হাসিনাকে ভারতের স্পেশাল প্রটেকশন গ্রুপ (এসপিজি)-এর কঠোর নিরাপত্তাবেষ্টনীতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যবহৃত একটি ফরচুনার গাড়িতে রাষ্ট্রপতি ভবনে আনা হয়।

 

সূত্রগুলো আরও জানায়, রাষ্ট্রপতি ভবনের কনফারেন্স স্যুট–২-এ পুতিন ও শেখ হাসিনার এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে পুতিন সেখান থেকে সরাসরি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে তাঁর পূর্বনির্ধারিত বৈঠকে যোগ দেন।

 

এ বৈঠকে আর কেউ উপস্থিত ছিলেন না বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে। ফলে এই সাক্ষাতে কোন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে তা পুরোপুরিই রহস্যাবৃত।

 

দিল্লির কূটনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, আঞ্চলিক ভূ-রাজনীতি, রাশিয়া–বাংলাদেশ সম্পর্ক, ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি এবং দক্ষিণ এশিয়ার রাজনৈতিক স্থিতিশীলতা—এসবই আলোচনার সম্ভাব্য ইস্যু হতে পারে। তবে আনুষ্ঠানিক নিশ্চয়তা না থাকায় বিষয়টি আপাতত গুঞ্জনের স্তরেই রয়ে গেছে।

সব খবর

আরও পড়ুন

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

ওমরাহ করানোর প্রলোভন দেখিয়ে ভোট চাওয়ার অভিযোগ জামায়াত প্রার্থীর বিরুদ্ধে

সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ, দুই উপদেষ্টার পদত্যাগসহ ৯ দফা দাবি

‘প্রতিরোধযাত্রা’ সরকারের নিষ্ক্রিয়তার অভিযোগ, দুই উপদেষ্টার পদত্যাগসহ ৯ দফা দাবি

জাতীয় পার্টিকে ঘিরে পর্দার আড়ালে নতুন সমীকরণ

লাঙ্গল প্রতীক নিয়ে উত্তাপ জাতীয় পার্টিকে ঘিরে পর্দার আড়ালে নতুন সমীকরণ

ঢাকা–৮ এর সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর পেশাদার ‘শ্যুটারের’ হামলা

‘সন্দেহের বাইরে নেই কেউ’ ঢাকা–৮ এর সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী হাদির ওপর পেশাদার ‘শ্যুটারের’ হামলা

দেশজুড়ে আওয়ামী লীগের মশাল মিছিল, ১৩ ডিসেম্বর ‘লকডাউন’ কর্মসূচি

দেশজুড়ে আওয়ামী লীগের মশাল মিছিল, ১৩ ডিসেম্বর ‘লকডাউন’ কর্মসূচি

শেখ হাসিনা ও টিউলিপের বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ

মানবাধিকার আইনজীবীদের নিন্দা শেখ হাসিনা ও টিউলিপের বিচার প্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ

শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ নেতাকর্মীরা

কোটালীপাড়ায় ক্ষোভ শহীদ মিনারে জুতা পায়ে ইসলামী আন্দোলনের প্রার্থীসহ নেতাকর্মীরা

৫ মে রাতে শাপলা চত্বরে কোনো ‘গণহত্যা’ হয়নি

বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মোস্তফা ৫ মে রাতে শাপলা চত্বরে কোনো ‘গণহত্যা’ হয়নি