সর্বশেষ

রঙতুলির বিদ্রোহ: শিল্পীর রেখায় মুক্তির স্বপ্ন


প্রকাশিত: ১০ ডিসেম্বর ২০২৫, ২১:২৯ আপডেট: ১০ ডিসেম্বর ২০২৫, ২১:৩১

মুক্তিযুদ্ধের সময়ে চারুশিল্পীরা পোস্টার, দেয়ালচিত্র, প্রদর্শনী ও প্রতিবাদী শিল্পে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। জয়নুল, কামরুল, মুর্তজা বশীরসহ অনেকে দেশ–বিদেশে নৃশংসতা তুলে ধরেন, কেউ সরাসরি যুদ্ধে লড়েন। তাঁদের শিল্পই স্বাধীনতার স্বপ্নকে দৃশ্যমান করে
সব খবর