ঢাকার রাজপথে চারু ও কারু শিল্পী সংগ্রাম পরিষদ । ১৭ই মার্চ, ১৯৭১।
স্বাধীনতার আগে ছাত্রাবাসে চারু শিল্পীরা রাজনৈতিক পোষ্টার তৈরী করছে।
তৎকালীন ঢাকা আর্ট কলেজের ছাত্রছাত্রীরা। ছবির সর্ব ডানে কালো চশমা পরিহিত বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী বনিজুল হক।
কামরুল হাসানের বিখ্যাত পোস্টার ‘এই জানোয়ারদের হত্যা করতে হবে’ মুক্তিযুদ্ধের ইতিহাসে অন্যতম শক্তিশালী ভিজ্যুয়াল অস্ত্র।
মুক্তিযুদ্ধের সময় প্রকাশিত শিল্পী দেবদাস চক্রবর্তীর অন্যতম একটি ঐতিহাসিক পোস্টার।
১৯৭১ সালের ১৬ ই ডিসেম্বরের পর মুক্তিযোদ্ধাদের সাথে বাম পাশে হ্যাট পরিহিত চিত্রশিল্পী খাজা কাইয়ূম এবং মাঝখানে কালো ব্লেজার পড়া চিত্রশিল্পী মোঃ সিরাজ উদ্দিন। স্থান- ধানমণ্ডি, ঢাকা।
আর্ট কলেজের শিক্ষার্থীদের তৈরী করা পোস্টার হাতে সমাবেশে অংশগ্রহনকারী নারীরা।
বীর সহযোদ্ধাদের মাঝে বীর মুক্তিযোদ্ধা চিত্রশিল্পী শাহাবুদ্দিন আহমেদ ।
শিব নারায়ণ দাশের ডিজাইন করা বাংলাদেশের প্রথম পতাকা উত্তোলন করে নৌকায় করে যাচ্ছেন মুক্তিযোদ্ধারা