সম্মানী না পাওয়ার অভিযোগ তুলেছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) নিয়মিত শিল্পীরা। তারা জানিয়েছেন, গত পাঁচ মাস ধরে বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেওয়ার পরও পারিশ্রমিক পাচ্ছেন না। সোনালী ব্যাংকের রামপুরা শাখা থেকে ইস্যু হওয়া চেকগুলো ব্যাংকে জমা দিলে পর্যাপ্ত অর্থ না থাকায় তা বাউন্স করছে।
মানবজমিনের হাতে আসা পাঁচটি বাউন্স চেক যাচাই করে এর সত্যতা পাওয়া গেছে। শিল্পীরা জানিয়েছেন, পাঁচশ থেকে এক হাজার টাকার চেকও নগদায়ন হচ্ছে না। বিষয়টি বিটিভির মাসিক সভায় আলোচনা হলেও কোনো কার্যকর সমাধান হয়নি।
বিটিভি সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বর্তমানে মারাত্মক অর্থ সংকটে রয়েছে। জ্বালানি ঘাটতির কারণে অতিথিদের যাতায়াতের গাড়িও চালানো যাচ্ছে না। কর্মকর্তারা জানিয়েছেন, শিল্পীদের সম্মানীর জন্য বরাদ্দকৃত অর্থ অন্য খাতে ব্যয় হয়ে যাওয়ায় এই সংকট তৈরি হয়েছে।
অনেকে এই পরিস্থিতির জন্য দুর্নীতি ও প্রশাসনিক অনিয়মকে দায়ী করছেন। শিল্পীরা বলছেন, নিয়মিত রিহার্সাল, অনুষ্ঠান এবং রেকর্ডিংয়ে অংশ নেওয়ার পরও সম্মানী না পাওয়ায় তারা চরম হতাশায় ভুগছেন। কেউ কেউ নিজের খরচে যাতায়াত করছেন, আবার কেউ অনুষ্ঠান থেকে বিরত থাকছেন।
বিটিভির একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “আমরা চেষ্টা করছি সমস্যার সমাধান করতে। তবে বাজেট সংকটের কারণে তাৎক্ষণিকভাবে কিছু করা যাচ্ছে না।”
শিল্পীরা দাবি করেছেন, সম্মানী প্রদান প্রক্রিয়ায় স্বচ্ছতা আনতে হবে এবং নিয়মিত পারিশ্রমিক নিশ্চিত করতে হবে। তারা আশা করছেন, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত বিষয়টি গুরুত্ব দিয়ে দেখবেন।