হলিউড ও বলিউডের তারকাদের সমাবেশে সৌদি আরবে শুরু হলো পঞ্চম রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। বৃহস্পতিবার জেদ্দার ঐতিহাসিক আল-বালাদ এলাকায় কালচার স্কয়ারে উদ্বোধনী অনুষ্ঠানে লালগালিচায় আলো ছড়িয়েছেন নামিদামি তারকারা। মাত্র পাঁচ বছরে উৎসবটি মধ্যপ্রাচ্যের অন্যতম আকর্ষণীয় আয়োজন হয়ে উঠেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানসূচক অ্যাওয়ার্ড পেয়েছেন অস্কারজয়ী ফরাসি অভিনেত্রী জুলিয়েট বিনোশ, ব্রিটিশ অভিনেতা মাইকেল কেইন, আমেরিকান অভিনেত্রী সিগোর্নি উইভার, হংকংয়ের পরিচালক স্ট্যানলি টং ও ফরাসি-আলজেরিয়ান পরিচালক রশিদ বুশারেব। মাইকেল কেইনকে হুইলচেয়ারে নিয়ে আসেন অভিনেতা ভিন ডিজেল। উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে প্রদর্শিত হয়েছে ব্রিটিশ-ইয়েমিনি বক্সিং চ্যাম্পিয়ন প্রিন্স নাসিম হামেদের বায়োপিক ‘জায়ান্ট’।
বলিউড তারকাদের উপস্থিতি এবারও উৎসবে বিশেষ মাত্রা যোগ করেছে। রেড সি সুক-ফোরাম রুমে কথোপকথন অধিবেশনে অংশ নেন ঐশ্বরিয়া রাই বচ্চন। কালচার স্কয়ারে আড্ডায় থাকবেন কৃতি স্যানন। এছাড়া ট্রেজার্স প্রকল্পে দেখানো হবে পুনরুদ্ধার করা ‘উমরাও জান’ (১৯৮১), যেখানে উপস্থিত থাকবেন অভিনেত্রী রেখা ও পরিচালক মুজাফফর আলি। উল্লেখযোগ্য বিষয় হলো, ২০০৬ সালের রিমেকে অভিনয় করেছিলেন ঐশ্বরিয়া রাই।
হলিউড তারকারাও অংশ নিচ্ছেন কথোপকথন অধিবেশনে। বৃহস্পতিবার আড্ডায় ছিলেন কুইন লতিফা, কার্স্টেন ডান্সট ও নিনা দোব্রেভ। শুক্রবার অংশ নেবেন জেসিকা অ্যালবা, ড্যাকোটা জনসন ও আনা ডি আরমাস। শনিবার ‘উইমেন ইন মোশন’ আলোচনায় থাকবেন জুলিয়েট বিনোশ, শেরিয়েন দাবিস ও শাহাদ আমিন। একই দিন আড্ডায় বসবেন স্ট্যানলি টং ও অ্যাড্রিয়েন ব্রডি।
৭ ডিসেম্বর অংশ নেবেন পরিচালক শন বেকার, মিসরীয় অভিনেত্রী মেই ওমর, সৌদি অভিনেত্রী মিলা আলজাহরানি ও ইয়াকুব আলফারহান। ৮ ডিসেম্বর থাকবেন আমির এল-মাসরি ও লেবলেবা। ১০ ডিসেম্বর আড্ডায় থাকবেন সিগোর্নি উইভার, কাওতার বেন হানিয়া ও ইড্রিস অ্যালবা।
প্রতিযোগিতা বিভাগে রয়েছে ১৬টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। প্রধান বিচারক হিসেবে আছেন অস্কারজয়ী পরিচালক শন বেকার। জুরি বোর্ডে রয়েছেন ওলগা কুরিলেনকো, নায়োমি হ্যারিস, রিজ আহমেদ ও নাদিন লাবাকি।
পূর্ণদৈর্ঘ্য বিভাগে ফেস্টিভ্যাল ফেভারিটস, আরব স্পেক্টাকুলার, ইন্টারন্যাশনাল স্পেক্টাকুলার, ট্রেজার্স, ফ্যামিলিস অ্যান্ড চিলড্রেন, নিউ ভিশন, ভয়েসেস অব টুমরো ও নিউ সৌদি সিনেমা বিভাগে বিভিন্ন চলচ্চিত্র প্রদর্শিত হবে। স্পেশাল স্ক্রিনিংসে থাকছে কাওতার বেন হানিয়ার ‘দ্য ভয়েস অব হিন্দ রজব’, অলিভার লাক্স পরিচালিত ‘সিরেট’ ও কোয়েন্টিন টারান্টিনোর ‘কিল বিল: দ্য হোল ব্লাডি অ্যাফেয়ার’।
স্বল্পদৈর্ঘ্য বিভাগে রয়েছে নিউ সৌদি সিনেমা-শর্টস, শর্টস কম্পিটিশন, ইন্টারন্যাশনাল শর্টস ও আরব শর্টস। প্রতিযোগিতা বিভাগে বিচারক হিসেবে দায়িত্ব পালন করছেন নূর আলখাদরা, দেরিন জে. সালাম ও কিম মাউনুসন।
এবারের উৎসবে একটি টিভি সিরিজও প্রদর্শিত হবে। রেড সি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব চলবে ১৩ ডিসেম্বর পর্যন্ত।