সর্বশেষ

লাইফ সাপোর্টে লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন

বিনোদন ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ০০:২১
লাইফ সাপোর্টে লালনগীতির কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীন

লালনসংগীতের কিংবদন্তি শিল্পী ফরিদা পারভীনকে লাইফ সাপোর্টে নেওয়া হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে রাজধানীর মহাখালীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভেন্টিলেশন সাপোর্টে রাখা হয়।

 

হাসপাতালটির ব্যবস্থাপনা পরিচালক আশীষ কুমার চক্রবর্তী জানান, ৭১ বছর বয়সী ফরিদা পারভীন নিজে থেকে শ্বাস নিতে পারছেন না। রক্তে অক্সিজেনের মাত্রা নেমে গেছে এবং রক্তচাপ পাওয়া যাচ্ছে না। তিন ধরনের ওষুধ দেওয়ার পরও রক্তচাপ নিয়ন্ত্রণে আসছে না। তিনি বলেন, “যদি ব্লাড প্রেসার বাড়ে তাহলে আশা করা যাবে। আর না বাড়লে হার্ট বন্ধ হয়ে যেতে পারে। তখন আমাদের কিছু করার থাকবে না।”

 

ফরিদা পারভীনের বড় ছেলে ইমাম নিমেরী বলেন, সকালে কেবিনে নেওয়ার পরিকল্পনা থাকলেও হঠাৎ তার শারীরিক অবস্থা আরও খারাপ হয়ে যায়। ফলে চিকিৎসকরা লাইফ সাপোর্টে দেওয়ার সিদ্ধান্ত নেন।

 

দীর্ঘদিন ধরে কিডনি জটিলতা ও ডায়াবেটিসসহ নানা রোগে ভুগছেন ফরিদা পারভীন। নিয়মিত ডায়ালাইসিসের অংশ হিসেবে চলতি মাসের ২ সেপ্টেম্বর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থেকেই তিনি আইসিইউতে চিকিৎসাধীন ছিলেন। চলতি বছরের ফেব্রুয়ারিতেও শ্বাসকষ্টের কারণে তাকে ১৩ দিন হাসপাতালে থাকতে হয়েছিল। এছাড়া গত জুলাইয়ে গুরুতর অসুস্থ হয়ে দুই সপ্তাহ আইসিইউতে ছিলেন।

 

ফরিদা পারভীন প্রথমে নজরুলসংগীত ও দেশাত্মবোধক গান দিয়ে ক্যারিয়ার শুরু করেন। তবে পরবর্তী সময়ে লালনগীতির ভুবনে নিজেকে নিবেদিত করেন। তার কণ্ঠে লালনের গান ছড়িয়ে পড়েছে দেশজুড়ে এবং পেয়েছে আন্তর্জাতিক স্বীকৃতিও।

 

সংগীতে অসাধারণ অবদানের জন্য তিনি ১৯৮৭ সালে একুশে পদক অর্জন করেন। ১৯৯৩ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা প্লেব্যাক গায়িকা হন। এছাড়া ২০০৮ সালে জাপান সরকার তাকে সম্মাননা দেয় ‘ফুকুওয়াকা এশিয়ান কালচার অ্যাওয়ার্ড’।

 

প্রায় পাঁচ দশকের সংগীতচর্চায় লালনের গানকে জনপ্রিয় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। তরুণ প্রজন্মের কাছে লালনের দর্শন পৌঁছে দিতে ১৬ বছর আগে প্রতিষ্ঠা করেন ‘অচিন পাখি সংগীত একাডেমি’। তবে শারীরিক অসুস্থতা ও আর্থিক সংকটে প্রতিষ্ঠানটি এখন টিকে থাকার লড়াই করছে।

 

বাংলাদেশের সংগীতাঙ্গনে ফরিদা পারভীনের অবদান অপরিসীম। বর্তমানে তার শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন হওয়ায় ভক্ত-শুভাকাঙ্ক্ষীরা দ্রুত সুস্থতা কামনা করছেন।

সব খবর