সর্বশেষ

শেখ রাসেল’র জন্মদিনের ছড়া

একটা তিনচাকা সাইকেলের গল্প

প্রকাশিত: ১৮ অক্টোবর ২০২৫, ১৫:৫৭
একটা তিনচাকা সাইকেলের গল্প

একটা তিনচাকা সাইকেলের গল্প

 

কিড়িং কিড়িং টুংটুংটুং তিনচাকা সাইকেল।

ধানমন্ডির ৩২-এর স্নিগ্ধ বাড়ির লন

উচ্ছ্বল এক মুগ্ধ শিশু ব্যস্ত সারাক্ষণ--

সারা বাড়ি মাতিয়ে রাখা হাসিতে উদ্বেল।  

কিড়িং কিড়িং টুংটুংটুং তিনচাকা সাইকেল। 

 

তিনচাকা সাইকেলের ওপর ছোট্ট রাজকুমার। 

হুড়মুড়িয়ে সাইকেল যায়, সবাই সচকিত

উলটে পড়ার ভয়ে ছেলে নয়কো মোটেই ভীত।

ওরে বুবু সরে দাঁড়া এক্ষুণি পথ ছাড়্‌ 

তিনচাকা সাইকেলের ওপর ছোট্ট রাজকুমার। 

 

রেহানা আর হাসু বুবু পেছন পেছন ছোটে।

দ্রুতগতির সাইক্লিস্ট এই এত্তোটুকুন বালক--

ওই বাড়িটায় উড়িয়ে বেড়ায় ভালোবাসার পালক। 

ওর হাসিতে ওর খুশিতে নীলপদ্ম ফোটে

রেহানা আর হাসু বুবু পেছন পেছন ছোটে। 

 

তিনচাকা সাইকেলের চাকায় কষ্ট বেসুমার!

রোজ প্রতিদিন এ সাইকেলে গল্পেরা হয় জমা।  

গল্পগুলো গুছিয়ে রাখে কাজের ছেলে রমা। 

চোখের জলে দুইটা বুবুর একটা জীবন পার...    

তিনচাকা সাইকেলের চাকায় কষ্ট বেসুমার!

 

কিড়িং কিড়িং টুংটুংটুং তিনচাকা সাইকেল

তিনচাকা সাইকেলের ওপর ছোট্ট রাজকুমার। 

রেহানা আর হাসু বুবু পেছন পেছন ছোটে

তিনচাকা সাইকেলের চাকায় কষ্ট বেসুমার!

সব খবর