ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে গুলি করার ঘটনায় অভিযুক্ত এক আসামির অন্য মামলায় জামিন পাওয়া নিয়ে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলের দেওয়া বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া ওই বক্তব্যকে বিচার বিভাগ ও আইনজীবীদের প্রতি অযাচিত ও অনাকাঙ্ক্ষিত মন্তব্য হিসেবে আখ্যা দিয়েছে সংগঠনটি।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির শহীদ শফিউর রহমান মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ব্যারিস্টার এএম মাহবুব উদ্দিন খোকন এ দাবি জানান। তিনি বলেন, হাদিকে গুলি করার ঘটনায় জড়িত এক আসামির অন্য মামলায় জামিন হওয়াকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধান বিচারপতি, বিচারপতি ও আইনজীবীদের লক্ষ্য করে যে সমালোচনা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক ও অনভিপ্রেত।
ব্যারিস্টার খোকন বলেন, বিচারপতি ও আইনজীবীরা ভবিষ্যৎবক্তা বা দার্শনিক নন যে, জামিন পেলে কেউ পরবর্তীতে অপরাধ করবে কি না তা তারা আগে থেকে জানবেন। আদালত কেবল মামলার নথি ও উপস্থাপিত তথ্যের ভিত্তিতেই সিদ্ধান্ত দেন। এর বাইরে যাওয়ার সুযোগ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের মন্তব্য বিচার বিভাগ ও আইনজীবীদের প্রতি নির্দয় আচরণের শামিল, যা তাদের বিব্রত ও অসহায় অবস্থায় ফেলতে পারে এবং শেষ পর্যন্ত ন্যায়বিচার ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি করে।
তিনি আরও বলেন, বর্তমানে সুপ্রিম কোর্টে স্বাধীন সচিবালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে। আইনের শাসন প্রতিষ্ঠায় সকলকে সহযোগিতা করতে হবে। এ প্রেক্ষাপটে আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল একজন পণ্ডিত ও সম্মানিত ব্যক্তি হলেও তিনি সরকারি দায়িত্বে থেকে ফেসবুকে বিচারপতি ও আইনজীবীদের নিয়ে সমালোচনামূলক বক্তব্য দিয়েছেন, যা কাম্য নয়। এ কারণে তার বক্তব্য প্রত্যাহারের দাবি জানাচ্ছে সমিতি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করতে দিতে হবে। কেউ যদি হাইকোর্টের কোনো আদেশে সংক্ষুব্ধ হন, তাহলে সংবিধান অনুযায়ী আপিল বিভাগের দ্বারস্থ হওয়ার সুযোগ রয়েছে। তবে স্বাধীন বিচার বিভাগে হস্তক্ষেপ করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সংবাদ সম্মেলনে সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলনসহ কার্যনির্বাহী কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।