সর্বশেষ

মার্কিন শাটডাউনে স্থবির তথ্যপ্রবাহ

ডলারের অবস্থান ও নীতিনির্ধারণে তৈরি হচ্ছে অনিশ্চয়তা, দোলাচলে বৈশ্বিক অর্থনীতি

প্রকাশিত: ১৭ অক্টোবর ২০২৫, ২০:৩৯
ডলারের অবস্থান ও নীতিনির্ধারণে তৈরি হচ্ছে অনিশ্চয়তা, দোলাচলে বৈশ্বিক অর্থনীতি

যুক্তরাষ্ট্রে চলমান সরকারি শাটডাউন বা প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকায় থমকে গেছে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক তথ্যপ্রবাহ। দেশটির এই পরিস্থিতি এখন শুধু যুক্তরাষ্ট্র নয়, বরং পুরো বৈশ্বিক অর্থনীতিকেও অনিশ্চয়তার মধ্যে ফেলেছে। কারণ, বিশ্বের অনেক বড় অর্থনীতি যুক্তরাষ্ট্রের প্রকাশিত অর্থনৈতিক ডাটার ওপর নির্ভর করে তাদের নীতি নির্ধারণ করে।

 

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের সরকারি সংস্থাগুলোর তথ্য প্রকাশ বন্ধ থাকায় জাপান, যুক্তরাজ্যসহ শীর্ষ অর্থনীতিগুলো সুদহার, মুদ্রানীতি ও বাণিজ্য সিদ্ধান্ত নিতে জটিলতায় পড়েছে।

 

জাপানের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর কাজুও উএদা বলেন, “এটি একটি গুরুতর সমস্যা। যুক্তরাষ্ট্রের ডাটা ছাড়া আমাদের অর্থনৈতিক নীতি নির্ধারণ করা কঠিন হয়ে পড়েছে।” তিনি জানান, মার্কিন তথ্যের অনুপস্থিতি সুদহার পুনর্মূল্যায়নের সময় নির্ধারণেও জাপানকে বিপাকে ফেলছে।

 

একইভাবে, ব্যাংক অব ইংল্যান্ডের নীতিনির্ধারক ক্যাথরিন ম্যান সতর্ক করে বলেন, “যুক্তরাষ্ট্রের তথ্যপ্রবাহে বিঘ্ন ডলারের প্রতি আন্তর্জাতিক আস্থা দুর্বল করতে পারে। দীর্ঘ মেয়াদে এটি মার্কিন মুদ্রার বৈশ্বিক আধিপত্যে প্রভাব ফেলবে।”

 

ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বার্ষিক বৈঠকেও এই ইস্যুটি ছিল অন্যতম আলোচ্য বিষয়। ইউক্রেন যুদ্ধ, মধ্যপ্রাচ্যের উত্তেজনা ও জলবায়ু সংকটের পাশাপাশি সেখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল মার্কিন প্রশাসনের তথ্যপ্রবাহ বন্ধ থাকা এবং ফেডারেল রিজার্ভের ওপর রাজনৈতিক চাপ।

 

ফেডের স্বাধীনতা নিয়ে উদ্বেগ বাড়ছে, বিশেষ করে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যের পর। তিনি ফেডের নীতিকে প্রকাশ্যে সমালোচনা করছেন, যা কেন্দ্রীয় ব্যাংকের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণে চাপ তৈরি করছে।

 

আইএমএফ এক বিবৃতিতে সতর্ক করে জানিয়েছে, “তথ্যপ্রবাহ ব্যাহত হলে বৈশ্বিক অর্থনীতিতে নীতিনির্ধারণ প্রক্রিয়া ব্যাহত হবে, ভুল সিদ্ধান্তের ঝুঁকি বাড়বে এবং জনগণের আস্থা কমবে।”

 

যদিও যুক্তরাষ্ট্রে কিছু তথ্য নিজস্ব অর্থায়নে ও বেসরকারি উৎস থেকে সংগ্রহ করা হচ্ছে, তবে অর্থনীতিবিদদের মতে তা যথেষ্ট নয়। বিশ্লেষক অ্যাডাম পোসেন বলেন, “তথ্য প্রকাশে বাধা মার্কিন প্রশাসনের বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করছে। এটি ভবিষ্যতে বৈদেশিক মুদ্রা ও রিজার্ভ ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব ফেলবে।”

 

আইএমএফের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বৈশ্বিক প্রবৃদ্ধি হবে ৩.২ শতাংশ। তবে যুক্তরাষ্ট্রের তথ্যপ্রবাহ বন্ধ থাকলে, সেই পূর্বাভাসের নির্ভরযোগ্যতাও প্রশ্নের মুখে পড়বে।

সব খবর

আরও পড়ুন

মানবতার সবচেয়ে অন্ধকার অধ্যায়ে সুদান: জাতিসংঘ বলছে ‘অত্যাচারের যুদ্ধ’

৪৮ ঘণ্টায় হত্যা ২ হাজার মানবতার সবচেয়ে অন্ধকার অধ্যায়ে সুদান: জাতিসংঘ বলছে ‘অত্যাচারের যুদ্ধ’

রাস্তায় পড়ে আছে শত শত লাশ, কবর দেওয়ার কেউ নেই

সুদানে ভয়াবহ মানবিক বিপর্যয় রাস্তায় পড়ে আছে শত শত লাশ, কবর দেওয়ার কেউ নেই

উত্তর মেরুর নতুন রুটে বৈশ্বিক বাণিজ্যের মোড় ঘোরাচ্ছে চীন

গলছে বরফ, খুলছে ‘উত্তর সামুদ্রিক রাস্তা’ উত্তর মেরুর নতুন রুটে বৈশ্বিক বাণিজ্যের মোড় ঘোরাচ্ছে চীন

যুক্তরাজ্যে বেতন বৈষম্য কমলেও পিছিয়ে বাংলাদেশিরা

যুক্তরাজ্যে বেতন বৈষম্য কমলেও পিছিয়ে বাংলাদেশিরা

পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে

যুদ্ধবিরতির পরই ফের বিমান হামলা পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে উত্তেজনা চরমে

চীনকে জবাব দিতে ‘বন্ধু’দের নিয়ে জোট গড়ছে আমেরিকা

বিশ্ব রাজনীতিতে নতুন সমীকরণ চীনকে জবাব দিতে ‘বন্ধু’দের নিয়ে জোট গড়ছে আমেরিকা

মাদুরো সরকারের পতন আসন্ন বলে দাবি মাচাদোর

আমেরিকার সাথে গোপন চুক্তি মাদুরো সরকারের পতন আসন্ন বলে দাবি মাচাদোর

গাজা সিটিতে হামাস ও দুঘমুশ গোত্রের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৭

গাজা সিটিতে হামাস ও দুঘমুশ গোত্রের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, নিহত অন্তত ২৭