সর্বশেষ

ইসরায়েলের হামলায় উত্তপ্ত দোহা, বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ২০:০৫
ইসরায়েলের হামলায় উত্তপ্ত দোহা, বাংলাদেশিদের সতর্ক থাকার পরামর্শ

কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের সাম্প্রতিক বিমান হামলার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হামাসের শীর্ষ নেতাদের লক্ষ্য করে চালানো এই হামলায় অন্তত দশটি বিস্ফোরণ ঘটে, যা দোহায় অবস্থিত হামাসের রাজনৈতিক সদর দপ্তরকে ক্ষতিগ্রস্ত করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (IDF) জানিয়েছে, হামাসের সিনিয়র নেতৃত্বকে লক্ষ্য করে “নির্ভুল হামলা” চালানো হয়েছে, যা শিন বেত (ISA) গোয়েন্দা সংস্থার সঙ্গে সমন্বিতভাবে পরিচালিত হয়।

 

হামলার সময় হামাসের একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত যুদ্ধবিরতি নিয়ে আলোচনা করছিল বলে জানা গেছে। তবে হামলায় তারা নিহত হয়েছেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। কিছু সূত্র বলছে, হামাসের কয়েকজন শীর্ষ নেতা নিহত হয়েছেন, আবার অন্য সূত্র দাবি করছে তারা হামলা থেকে রক্ষা পেয়েছেন।

 

কাতার সরকার এই হামলাকে “কাপুরুষোচিত” বলে অভিহিত করেছে এবং জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্ত ভবনগুলোতে হামাসের রাজনৈতিক ব্যুরোর সদস্যরা বসবাস করতেন। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস এই হামলাকে কাতারের সার্বভৌমত্বের “স্পষ্ট লঙ্ঘন” বলে নিন্দা জানিয়েছেন এবং সব পক্ষকে স্থায়ী যুদ্ধবিরতির পথে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন।

 

এই পরিস্থিতিতে কাতারে বসবাসরত বাংলাদেশিদের জন্য সতর্কতা জারি করেছে দোহায় অবস্থিত বাংলাদেশ দূতাবাস। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) এক জরুরি বিজ্ঞপ্তিতে দূতাবাস প্রবাসীদের প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার অনুরোধ জানিয়েছে। একইসঙ্গে কাতারি সরকারের নির্দেশনা ও আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। বিশেষভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে হামলা সংক্রান্ত ছবি বা ভিডিও আপলোড না করার পরামর্শ দেওয়া হয়েছে, কারণ এটি কাতারের প্রচলিত আইন লঙ্ঘনের শামিল।

 

দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য হটলাইন নম্বর 33662000 এবং +974 নম্বর চালু রয়েছে। এছাড়া mission.doha@mofa.gov.bd ই-মেইলে যোগাযোগের সুযোগও রাখা হয়েছে।

 

বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সার্বক্ষণিক নজরদারি করছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সবাইকে সতর্ক থাকার এবং গুজব বা অপপ্রচারে কান না দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

 

এই হামলা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে তুলেছে এবং কাতারের মতো শান্তিপূর্ণ অঞ্চলে সরাসরি হামলার ঘটনা আন্তর্জাতিক কূটনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। বিশ্লেষকদের মতে, এই হামলা শুধু হামাস নয়, বরং কাতারের ভূরাজনৈতিক অবস্থানকেও চ্যালেঞ্জের মুখে ফেলেছে।

সব খবর