সর্বশেষ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন

বিশ্বে শত কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত

প্রকাশিত: ৩ সেপ্টেম্বর ২০২৫, ০৩:০৫
বিশ্বে শত কোটির বেশি মানুষ মানসিক সমস্যায় আক্রান্ত
বিডি ভয়েস গ্রাফিক্স

বিশ্বজুড়ে মহামারীর মতো ছড়িয়ে পড়েছে মানসিক স্বাস্থ্য সমস্যা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) জানিয়েছে, বর্তমানে একশ’ কোটিরও বেশি মানুষ মানসিক ব্যাধিতে আক্রান্ত। উদ্বেগ, হতাশা, এবং আত্মহত্যার প্রবণতা দিন দিন বাড়ছে, বিশেষ করে তরুণদের মধ্যে।

 

মঙ্গলবার প্রকাশিত বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতি ১০০ মৃত্যুর মধ্যে একটি আত্মহত্যাজনিত, যা তরুণদের মানসিক সংকটের ভয়াবহতা তুলে ধরে। ২০২১ সালে ৭ লাখ ২৭ হাজার মানুষ আত্মহত্যা করেছেন। সংস্থার মতে, প্রতিটি আত্মহত্যার বিপরীতে ২০টি আত্মহত্যার চেষ্টা ঘটে, যা শুধু ব্যক্তিকে নয়, পরিবার ও সমাজকেও গভীর কষ্টে ফেলে।

 

প্রতিবেদনে দেখা যায়, ১৫–২৯ বছর বয়সী নারীদের মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ ছিল আত্মহত্যা। একই বয়সী পুরুষদের ক্ষেত্রে এটি তৃতীয় প্রধান কারণ। যদিও ২০০০ থেকে ২০২১ সালের মধ্যে আত্মহত্যার হার ৩৫% কমেছে, তবুও ২০১৫–২০৩০ সময়কালের এক-তৃতীয়াংশ কমানোর লক্ষ্যে পৌঁছানো সম্ভব নয় বলে আশঙ্কা করা হচ্ছে।

অঞ্চলভিত্তিক পরিসংখ্যানে দেখা গেছে, যুক্তরাষ্ট্রে আত্মহত্যার হার ১৭% বেড়েছে, আর প্রায় ৭৫% আত্মহত্যা ঘটছে নিম্ন-আয়ের দেশগুলোতে, যেখানে বিশ্বের অধিকাংশ মানুষ বসবাস করে।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানসিক স্বাস্থ্য বিভাগের প্রধান মার্ক ভ্যান ওমেরেন জানিয়েছেন, তরুণদের মানসিক সংকটের পেছনে সামাজিক যোগাযোগমাধ্যমের নেতিবাচক প্রভাব এবং কোভিড-১৯ মহামারীর পরবর্তী চাপ বড় ভূমিকা রেখেছে।

 

২০১১ থেকে ২০২১ সালের মধ্যে মানসিক রোগে আক্রান্ত মানুষের সংখ্যা জনসংখ্যা বৃদ্ধির চেয়েও দ্রুত বেড়েছে। অথচ ২০১৭ সালের পর থেকে স্বাস্থ্য বাজেটের মাত্র ২% মানসিক স্বাস্থ্যে ব্যয় হচ্ছে, যা এখনও অপরিবর্তিত।

 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদ্রোস আধানম গ্যাব্রিয়েসুস বলেছেন, “মানসিক স্বাস্থ্যসেবা পরিবর্তন করা এখন বিশ্বজনীন জনস্বাস্থ্যের অন্যতম বড় চ্যালেঞ্জ।” তিনি মানসিক স্বাস্থ্য খাতে বিনিয়োগ ও সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়েছেন।

সব খবর