রাজনৈতিক দলের অনাগ্রহের সমালোচনা, নারীর জন্য আসন বৃদ্ধি ও সরাসরি নির্বাচনের আহ্বান
প্রথম আলোর আয়োজিত গোলটেবিল বৈঠকে নারী অধিকারকর্মীরা সংসদে নারীর সরাসরি নির্বাচনের দাবি জানান। রাজনৈতিক দলগুলোর ৫ শতাংশ সংরক্ষণের প্রস্তাবকে “হাস্যকর” ও “দয়া-দাক্ষিণ্য” আখ্যা দিয়ে বক্তারা আসন সংখ্যা বাড়িয়ে ৪০০ করার এবং ১৫০টি নারী সংরক্ষিত আসনের প্রস্তাব দেন। বিদ্যমান মনোনয়ননির্ভর ব্যবস্থাকে নারীর ক্ষমতায়নের পথে বড় বাধা হিসেবে চিহ্নিত করা হয়।
সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটে রাজনৈতিক দলগুলোর অনাগ্রহ
সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের দাবিতে নারী অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করলেও রাজনৈতিক দলগুলোর অনাগ্রহে প্রস্তাব বাস্তবায়ন হয়নি। দুটি সংস্কার কমিশন ৫০ থেকে ১০০ আসন বাড়িয়ে সরাসরি নির্বাচনের প্রস্তাব দিলেও দলগুলো আপত্তি তোলে। জাতীয় ঐকমত্য কমিশন শেষ পর্যন্ত ধাপে ধাপে নারী প্রার্থী মনোনয়ন বাড়ানোর সিদ্ধান্ত নেয়, ২০৪৩ সাল পর্যন্ত ৫০ আসন বহাল রেখে। নারী অধিকারকর্মীরা বলছেন, রাজনৈতিক সংস্কৃতি বদলানো ছাড়া নারীর ক্ষমতায়ন সম্ভব নয়।