সর্বশেষ

প্রেস কাউন্সিলের নতুন সদস্য মতিউর রহমান চৌধুরী

প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৫, ০১:৩৭
প্রেস কাউন্সিলের নতুন সদস্য মতিউর রহমান চৌধুরী
‘দৈনিক মানবজমিন’ সম্পাদক মতিউর রহমান চৌধুরী

সরকার দৈনিক মানবজমিন পত্রিকার প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরীকে বাংলাদেশ প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে মনোনীত করেছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।

 

তথ্য মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহের ববির সই করা প্রজ্ঞাপনে বলা হয়, প্রেস কাউন্সিলের ৫ নম্বর ক্রমিকের প্রতিনিধি হিসেবে থাকা নিউ এইজ সম্পাদক নুরুল কবীর পদত্যাগ করায় তাঁর স্থলাভিষিক্ত হয়েছেন মতিউর রহমান চৌধুরী। সংবাদপত্র ও সংবাদ সংস্থার সম্পাদক সমিতির প্রতিনিধি হিসেবেই তিনি এ দায়িত্বে থাকবেন।

 

প্রজ্ঞাপনে আরও বলা হয়, বর্তমান কাউন্সিলের অবশিষ্ট মেয়াদ পর্যন্ত এই মনোনয়ন কার্যকর থাকবে এবং জনস্বার্থে অবিলম্বে তা কার্যকর হবে।

 

এর আগে গত ২৯ জুলাই গঠিত বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটি থেকে নিজের নাম প্রত্যাহারের ‘অনুরোধ’ জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিনা অনুমতিতে নাম সংযুক্ত করায় বিস্ময় প্রকাশ করেন  ‘নিউ এইজ’ সম্পাদক নূরুল কবীর। সেসময় তিনি উষ্মা প্রকাশ করে ফেইসবুকে লিখেন, “অত্যন্ত অবাক করার বিষয় হল, তথ্য মন্ত্রণালয় প্রেস কাউন্সিলের সদস্য হিসেবে আমার নাম, সেটাও ভুল বানানে গেজেটভু্ক্ত করেছে আমার পূর্বানুমোদন ছাড়াই। অতীতে একাধিক সরকার এ কাউন্সিলে থাকতে আমাকে অনুরোধ করেছে, যা বিনয়ের সঙ্গে প্রত্যাখ্যান করেছি। কিন্তু এবার সরকার বা অন্য কেউ আমার সম্মতি নেওয়ার চেষ্টাটুকুও করেনি। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রেস কাউন্সিলের কমিটি থেকে আমার নাম প্রত্যাহারের অনুরোধ করছি।”

 

বর্তমানে প্রেস কাউন্সিলের চেয়ারম্যান হলেন বিচারপতি একেএম আব্দুল হাকিম এবং সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন মো. আব্দুস সবুর। এ ছাড়া কাউন্সিলে মোট ১২ জন সদস্য রয়েছেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন—বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ডেইলি স্টার-এর সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম, বণিক বার্তা-র সম্পাদক দেওয়ান হানিফ মাহমুদ, দ্য ফিনান্সিয়াল এক্সপ্রেস-এর সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণ-এর সম্পাদক ডা. রমিজ উদ্দিন চৌধুরী, নোয়া’র উপদেষ্টা আখতার হোসেন খান, বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব ড. মো. ফখরুল ইসলাম এবং বার কাউন্সিলের ভাইস-চেয়ারম্যান জয়নুল আবেদীন।

 

বাংলাদেশে গণমাধ্যমের স্বাধীনতা ও পেশাগত নীতিশাস্ত্র রক্ষায় প্রেস কাউন্সিল একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। মতিউর রহমান চৌধুরীর যুক্ত হওয়ায় এই কাউন্সিলে সাংবাদিক সমাজের অভিজ্ঞ নেতৃত্ব আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে।

সব খবর

আরও পড়ুন

সাংবাদিক আনিস আলমগীরের অবিলম্বে মুক্তির দাবি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর

অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, সিপিজে, পেন বাংলাদেশের বিবৃতি সাংবাদিক আনিস আলমগীরের অবিলম্বে মুক্তির দাবি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনগুলোর

আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও ডিআরইউর তীব্র নিন্দা

আনিস আলমগীরের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলার ঘটনায় সম্পাদক পরিষদ ও ডিআরইউর তীব্র নিন্দা

‘সরকারবিরোধী বক্তব্যের’ অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

বিকেলে আদালতে তোলা হবে ‘সরকারবিরোধী বক্তব্যের’ অভিযোগে সাংবাদিক আনিস আলমগীর গ্রেপ্তার

বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের হামলা

আহত অন্তত পাঁচ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সাংবাদিকদের ওপর স্বেচ্ছাসেবকদল নেতাকর্মীদের হামলা

ঢাকা মেডিকেলে সাংবাদিকের ওপর হাদির সমর্থকদের হামলা

ঢাকা মেডিকেলে সাংবাদিকের ওপর হাদির সমর্থকদের হামলা

ইউনূস সরকারের প্রথম ১৫ মাসে ১,০৭৩ সাংবাদিক নির্যাতনের শিকার: টিআইবি

গণমাধ্যমকর্মীদের ওপর সহিংসতা ২৩৮% বেড়েছে ইউনূস সরকারের প্রথম ১৫ মাসে ১,০৭৩ সাংবাদিক নির্যাতনের শিকার: টিআইবি

ব্যঙ্গ ও ভিন্নমতের বিরুদ্ধে মামলা ‘মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ’

আর্টিকেল নাইনটিনের নিন্দা ব্যঙ্গ ও ভিন্নমতের বিরুদ্ধে মামলা ‘মত প্রকাশের স্বাধীনতার ওপর আক্রমণ’

ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে

জরিপে উদ্বেগজনক চিত্র ত্রয়োদশ সংসদ নির্বাচন ঘিরে সাংবাদিকদের নিরাপত্তা ঝুঁকি বাড়ছে