সর্বশেষ

দ্য ডেইলি স্টারে কনসাল্টিং এডিটর হিসেবে যোগ দিলেন কামাল আহমেদ

প্রকাশিত: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ২৩:১৪
দ্য ডেইলি স্টারে কনসাল্টিং এডিটর হিসেবে যোগ দিলেন কামাল আহমেদ

জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদ দ্য ডেইলি স্টারে কনসাল্টিং এডিটর হিসেবে যোগ দিয়েছেন। গত মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে এই দায়িত্ব গ্রহণ করেন।

ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম এক বিবৃতিতে বলেন,

 

কামাল আহমেদের যোগদান স্বাধীন, বিশ্বাসযোগ্য ও পেশাদার সাংবাদিকতা প্রতিষ্ঠায় এই পত্রিকার মিশনকে শক্তিশালী করবে।

 

তিন দশকেরও বেশি সময়ের সাংবাদিকতা জীবনে কামাল আহমেদ কাজ করেছেন বিবিসি, প্রথম আলো, দ্য ফাইন্যানশিয়াল এক্সপ্রেস ও হিমাল সাউথ এশিয়ানসহ বেশ কয়েকটি আন্তর্জাতিক ও জাতীয় গণমাধ্যমে। তিনি সাংবাদিকতা শুরু করেছিলেন দৈনিক দেশ থেকে। পরবর্তীতে দ্য ডেইলি স্টার ও দ্য টেলিগ্রাফেও কাজ করেছেন।

 

শুধু সংবাদমাধ্যমেই নয়, তিনি ছিলেন অন্তর্বর্তী সরকারের উদ্যোগে গঠিত ‘গণমাধ্যম সংস্কার কমিশন’-এর প্রধান। এই কমিশনকে ঘিরে তখন দেশে-বিদেশে ব্যাপক আলোচনার জন্ম হয়েছিল। বিশেষ করে সমালোচকরা অভিযোগ তুলেছিলেন, ডেইলি স্টার-প্রথম আলো ঘরানার গণমাধ্যম, বিরাজনীতিকরণ চাওয়া যুক্তরাষ্ট্রপন্থী সুশীল সমাজ এবং অন্তর্বর্তী সরকারের প্রধান থেকে শুরু করে নীতিনির্ধারণী প্রক্রিয়ার মধ্যে এক ধরনের ‘ঘনিষ্ঠ যোগাযোগ’ কাজ করছে। কামাল আহমেদের সাম্প্রতিক এই নিয়োগ সেই বিতর্ককে নতুনভাবে সামনে নিয়ে এসেছে বলেও অনেক পর্যবেক্ষক মনে করছেন।

 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ থেকে পড়াশোনা শেষে তিনি সাংবাদিকতায় প্রবেশ করেন। আন্তর্জাতিক গণমাধ্যমে দীর্ঘ অভিজ্ঞতার পর দেশে ফিরে এসে বিভিন্ন ক্ষেত্রে লিখেছেন এবং নীতি-আলোচনায় যুক্ত থেকেছেন।

 

তার অভিজ্ঞতা নিঃসন্দেহে দ্য ডেইলি স্টারের সম্পাদকীয় টিমকে শক্তিশালী করবে। তবে একই সঙ্গে এই নিয়োগ আবারও সামনে এনেছে সেই পুরোনো প্রশ্ন, ট্রান্সকম গ্রুপের মালিকানাধীন গণমাধ্যমগুলো কি সত্যিই স্বতন্ত্র, নাকি বিদেশমুখী সুশীল সমাজের বিরাজনীতিকরণ প্রভাবেই পরিচালিত হয়?

সব খবর