সর্বশেষ

সম্পর্কের সীমা জানে ‘নিওকর্টেক্স’

এক জীবনে কতজনকে সামলাতে পারে আমাদের মস্তিষ্ক?

ফিচার ডেস্ক বিডি ভয়েস
প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৫, ১৬:৫৭
এক জীবনে কতজনকে সামলাতে পারে আমাদের মস্তিষ্ক?

বন্ধু, আত্মীয়, সহকর্মী, পাড়ার লোক, ফেসবুক ফ্রেন্ড, ইনস্টাগ্রাম ফলোয়ার; জীবনে কতজনের সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে? আর কতজনকে আমরা সত্যিই “সামলাতে” পারি? এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে বিজ্ঞানীরা বলছেন, আমাদের মস্তিষ্কের সামাজিক ক্ষমতা সীমিত। আর সেই সীমার নাম “ডানবার নম্বর”।

 

ব্রিটিশ মনোবিদ রবিন ডানবারের মতে, মানুষের মস্তিষ্ক একসঙ্গে সর্বোচ্চ ১৫০ জনের সঙ্গে অর্থবহ সম্পর্ক বজায় রাখতে পারে। এর বেশি হলে সম্পর্কের গভীরতা কমে যায়, মনোযোগ ছড়িয়ে পড়ে, আর আবেগের জায়গা ফাঁকা হয়ে যায়।

 

মস্তিষ্কের ভেতরেই সম্পর্কের সীমা
 

মানুষের মস্তিষ্কের ওজন প্রায় ১.৩৬ কেজি, যার এক-তৃতীয়াংশ জুড়ে রয়েছে নিওকর্টেক্স। এই অংশই নিয়ন্ত্রণ করে স্মৃতি, ভাষা, সমস্যা সমাধান এবং সামাজিকতা। গবেষণা বলছে, নিওকর্টেক্স যত বড়, সম্পর্কের পরিধিও তত বড়। শিম্পাঞ্জিদের ক্ষেত্রে এই সীমা ৫০ জন, আর মানুষের ক্ষেত্রে ১৫০।

 

এই ১৫০ জনের মধ্যে সবচেয়ে ঘনিষ্ঠ হন মাত্র ৫ জন, যাঁদের সঙ্গে আমরা মনের সব কথা ভাগ করি, সপ্তাহে অন্তত একবার যোগাযোগ রাখি। এরপর থাকে আরও ১০ জনের একটি বন্ধুত্বপূর্ণ বৃত্ত, যাঁদের সঙ্গে মাসে একবার দেখা হয়। এই ১৫ জনই আমাদের সামাজিক মনোযোগের ৬০% দখল করে থাকেন।

 

সম্পর্কের স্তরবিন্যাস: কারা থাকেন কোন বৃত্তে?
 

  • ৫ জন: সবচেয়ে ঘনিষ্ঠ - বন্ধু, পরিবার, জীবনসঙ্গী
  • ১০ জন: নিয়মিত যোগাযোগ - বন্ধু, সহকর্মী
  • ৩৫ জন: মাঝেমধ্যে দেখা হয় - আড্ডা, উৎসব, অফিস পার্টি
  • ১০০ জন: পরিচিত মুখ - যাঁদের সঙ্গে বড় অনুষ্ঠানে দেখা হয়
  • ৩৫০ জন: পরিচয়মাত্র - যাঁদের নাম জানি, মুখ চিনি
  • ১০০০+ জন: একতরফা পরিচিতি - যেমন ট্রাম্প, মোদী, বা আপনার প্রিয় ইউটিউবার

ডানবারের মতে, রাত ৩টায় হংকং বিমানবন্দরে হঠাৎ এই ১৫০ জনের কারও সঙ্গে দেখা হলে আমরা পিঠ চাপড়ে দিতে দ্বিধা করব না। কিন্তু এর বাইরে? হয়তো হাসি বিনিময়, তারপর চুপচাপ চলে যাওয়া।

 

ডিজিটাল যুগে সম্পর্কের বিস্তার বাস্তব না ভার্চুয়াল?
 

অনেকে বলেন, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিংকডইন, এসব প্ল্যাটফর্মে তো হাজার হাজার “বন্ধু” বা “ফলোয়ার” আছে। তাহলে কি ডানবারের ১৫০-র সীমা ভেঙে গেছে?

 

বিশেষজ্ঞদের মতে, না। ভার্চুয়াল পরিচিতি বাড়লেও আবেগ, মনোযোগ, সময়, এসবের সীমা তো একই আছে। আপনি হয়তো ৫০০ জনকে জন্মদিনের শুভেচ্ছা পাঠান, কিন্তু ক’জনের সঙ্গে সত্যিই কথা বলেন? সম্পর্ক মানে শুধু নাম জানা নয়, মানে সময় দেওয়া, অনুভব করা, পাশে থাকা।

 

সম্পর্ক বদলায়, বৃত্তও বদলায়
 

জীবনের প্রতিটি পর্যায়ে এই ১৫০ জনের তালিকা বদলাতে পারে। স্কুলের বন্ধু, কলেজের সহপাঠী, অফিসের কলিগ, পাড়ার চাচা, সময় বদলালে সম্পর্কের গুরুত্বও বদলায়। কেউ চলে যান, কেউ আসেন। কিন্তু সংখ্যাটা মোটামুটি একই থাকে।

 

সম্পর্কের প্রভাব: শুধু আবেগ নয়, স্বাস্থ্যও
 

গবেষণা বলছে, সামাজিক সম্পর্ক শুধু মানসিক শান্তি নয়, শারীরিক সুস্থতারও চাবিকাঠি। যাঁরা নিয়মিত যোগাযোগ রাখেন, তাঁদের মধ্যে স্ট্রোক, অবসাদ, স্মৃতিভ্রংশ, হার্টের রোগের ঝুঁকি কম। সম্পর্ক মানে জীবনকে দীর্ঘ করা।

 

তাহলে কী শিখলাম?
 

  • সম্পর্কের সীমা আছে, কিন্তু তার গভীরতা নির্ভর করে আমাদের মনোযোগ ও সময়ের উপর
  • সামাজিক যোগাযোগের বিস্তার মানেই সম্পর্কের গভীরতা নয়
  • ১৫০ জনের বৃত্তে আমরা যাঁদের রাখি, তাঁরাই আমাদের জীবনের গুরুত্বপূর্ণ অংশ
  • সম্পর্ক টিকিয়ে রাখতে হলে দরকার সময়, যত্ন, এবং আন্তরিকতা

তাই, হাজার ফলোয়ারের ভিড়ে হারিয়ে না গিয়ে, নিজের ১৫০ জনকে খুঁজে নিন। তাঁদের সঙ্গে সময় কাটান, কথা বলুন, পাশে থাকুন। কারণ, শেষ পর্যন্ত সম্পর্কই আমাদের বাঁচিয়ে রাখে।

সব খবর

আরও পড়ুন

পালাতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী, কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক উত্তেজনায় উত্তাল এক দিন

৯ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ পালাতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী, কূটনৈতিক চাপ ও আন্তর্জাতিক উত্তেজনায় উত্তাল এক দিন

বেগম রোকেয়ার শিক্ষাব্রত

রোকেয়া দিবসে শ্রদ্ধাঞ্জলি বেগম রোকেয়ার শিক্ষাব্রত

স্বাধীনতার দ্বারপ্রান্তে বাঙালি, বিশ্বরাজনীতির ময়দানে পাকিস্তানের পতন

একাত্তরের এই দিন | ৫ ডিসেম্বর ১৯৭১ স্বাধীনতার দ্বারপ্রান্তে বাঙালি, বিশ্বরাজনীতির ময়দানে পাকিস্তানের পতন

৪ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের পথে মুক্তিযুদ্ধের মোড় ঘোরানো এক দিন

জাতিসংঘে উত্তেজনা, রণাঙ্গনে দুর্বার অগ্রগতি ৪ ডিসেম্বর ১৯৭১: বিজয়ের পথে মুক্তিযুদ্ধের মোড় ঘোরানো এক দিন

ভারতে পৌঁছে দেবার প্রতিশ্রুতির ফাঁদে পাকিস্তানি সেনা ও বিহারীদের হাতে ৪১৩ জনের মৃত্যু

নীলফামারীর গোলাহাট গণহত্যা ভারতে পৌঁছে দেবার প্রতিশ্রুতির ফাঁদে পাকিস্তানি সেনা ও বিহারীদের হাতে ৪১৩ জনের মৃত্যু

আলাউদ্দিন খাঁর পুণ্যভূমিতে এ কোন অন্ধকার

তিতাসপাড়ের সুর আজ নিঃশব্দ আলাউদ্দিন খাঁর পুণ্যভূমিতে এ কোন অন্ধকার

২০২৫ সালে প্রবাসীদের জন্য সেরা দেশগুলোর তালিকা প্রকাশ: জীবনযাত্রা, কর্মসংস্থান ও সামাজিক সংযোগে এগিয়ে যাঁরা

২০২৫ সালে প্রবাসীদের জন্য সেরা দেশগুলোর তালিকা প্রকাশ: জীবনযাত্রা, কর্মসংস্থান ও সামাজিক সংযোগে এগিয়ে যাঁরা

হাওরে হারিয়ে যাচ্ছে দেশি মাছ, হুমকিতে জীববৈচিত্র্য ও জেলেদের জীবিকা

হাওরে হারিয়ে যাচ্ছে দেশি মাছ, হুমকিতে জীববৈচিত্র্য ও জেলেদের জীবিকা