অমর একুশে বইমেলা ডিসেম্বরে, শঙ্কার মাঝে প্রস্তুতি লেখক-প্রকাশকদের
জাতীয় নির্বাচন ও রমজানের কারণে আগামী বছরের অমর একুশে বইমেলা নির্ধারিত সময়ের দেড় মাস আগেই শুরু হচ্ছে। বাংলা একাডেমির সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৫ সালের ১৭ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ১৭ জানুয়ারি পর্যন্ত চলবে এই বইমেলা। তবে এ সিদ্ধান্তে লেখক-প্রকাশকরা মিশ্র প্রতিক্রিয়া জানাচ্ছেন। কেউ কেউ বলছেন, প্রস্তুতির সময় কম থাকায় সৃজনশীল বই প্রকাশে সমস্যা হবে; আবার কেউ মনে করছেন, ফেব্রুয়ারিতে নির্বাচন ও রমজানের কারণে মেলা আয়োজন কঠিন, তাই আগেভাগেই আয়োজন বাস্তবসম্মত।
পুরান ঢাকার প্রত্নসম্পদ কি টিকে থাকবে, নাকি ইতিহাসে মিলিয়ে যাবে?
ঢাকার পুরান অংশ একসময় ছিল সমৃদ্ধ ঐতিহ্য ও স্থাপত্যের আঁতুরঘর। সরু অলিগলি, ঘিঞ্জি বাড়িঘর আর চরম বিশৃঙ্খলার মাঝেও এখনো টিকে আছে বহু পুরনো স্থাপনা। তবে এর অনেকগুলোই ভেঙে যাচ্ছে, দখল হয়ে গেছে কিংবা ধ্বংসের পথে। সংরক্ষণের নানা আশ্বাস এলেও কার্যকর উদ্যোগের অভাবে প্রশ্ন উঠছে—ঢাকার প্রত্নসম্পদগুলোর ভাগ্যে কী আছে?