তাপপ্রবাহে বিপর্যস্ত ঢাকা, বিশ্বব্যাংক বলছে, ‘গ্লোবাল হটস্পট’
বিশ্বব্যাংকের সর্বশেষ জলবায়ু প্রতিবেদন ‘An Unsustainable Life: The Impact of Heat on Health and the Economy of Bangladesh’-এ ঢাকাকে ‘গ্লোবাল হটস্পট’ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ১৯৮০ থেকে ২০২৩ সাল পর্যন্ত ঢাকার গড় তাপমাত্রা বেড়েছে ১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা জাতীয় গড়ের চেয়ে অনেক বেশি। একই সময়ে ‘অনুভূত তাপমাত্রা’ বেড়েছে ৪.৫ ডিগ্রি সেলসিয়াস।