সর্বশেষ

সাগরে নিম্নচাপ, আজ ঘূর্ণিঝড় ‘মন্থা’ রূপে দেখা দিতে পারে

প্রকাশিত: ২৭ অক্টোবর ২০২৫, ০০:৫১
সাগরে নিম্নচাপ, আজ ঘূর্ণিঝড় ‘মন্থা’ রূপে দেখা দিতে পারে

দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় সৃষ্ট নিম্নচাপটি আরও ঘণীভূত হয়ে আজ সোমবার ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঘূর্ণিঝড়টির নাম হবে ‘মন্থা’, যা থাইল্যান্ডের প্রস্তাবিত নাম।

 

রোববার (২৬ অক্টোবর) সকাল ১০টায় দেওয়া বিশেষ আবহাওয়ার বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গভীর নিম্নচাপটি রোববার সকাল ৬টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩৪০ কিলোমিটার, কক্সবাজার সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৭০ কিলোমিটার, মোংলা সমুদ্রবন্দর থেকে এক হাজার ৩০০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে এক হাজার ২৬৫ কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এটি বর্তমানে পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হচ্ছে।

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, নিম্নচাপের কেন্দ্রে ৪৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতি ঘণ্টায় ৪০ কিলোমিটার, যা ঝড়ো হাওয়ার আকারে ৫০ কিলোমিটার পর্যন্ত বাড়ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখানোর পরামর্শ দেওয়া হয়েছে।

 

যোগাযোগ করা হলে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, “বর্তমান গতিপ্রকৃতি অনুযায়ী ধারণা করা হচ্ছে, ২৭ অক্টোবর সকালে নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। এরপর এর গতিপথ স্পষ্টভাবে নির্ধারণ করা সম্ভব হবে।”

 

তিনি আরও জানান, গাণিতিক মডেল অনুযায়ী, ঘূর্ণিঝড়টি ২৮ বা ২৯ অক্টোবর ভারতের অন্ধ্র উপকূল অতিক্রম করতে পারে। “মন্থা সিভিয়ার সাইক্লোনে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে,” বলেন নাজমুল।

 

ঘূর্ণিঝড়টির প্রভাবে ২৮ অক্টোবর থেকে ১ নভেম্বর পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছেন এই আবহাওয়াবিদ। তার মতে, “রাজশাহী, ময়মনসিংহ ও রংপুর বিভাগে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি। খুলনা, বরিশাল ও ঢাকায় তুলনামূলক কম বৃষ্টি হতে পারে, আর চট্টগ্রাম ও সিলেটে বৃষ্টিপাত আরও কম থাকবে।”

 

মন্থা নামের উৎপত্তি
 

‘মন্থা’ নামটি রেখেছে থাইল্যান্ড, যার অর্থ ‘সুবাসিত ফুল’ বা ‘সুন্দর ফুল’। ঘূর্ণিঝড়ের নামকরণ করে বিশ্ব আবহাওয়া সংস্থা (WMO) এবং এর আঞ্চলিক কমিটি প্যানেল অন ট্রপিক্যাল সাইক্লোনস (ESCAP/WMO)। এই প্যানেলে রয়েছে ভারত, বাংলাদেশ, মিয়ানমার, শ্রীলঙ্কা, ওমান, পাকিস্তান, থাইল্যান্ডসহ ১৩টি দেশ।

 

ঘূর্ণিঝড়ের দ্রুত সনাক্তকরণ ও সতর্কতা জারি সহজ করতে ২০০৪ সাল থেকে এই নামকরণ পদ্ধতি চালু হয়।

সব খবর

আরও পড়ুন

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মোন্থা’, টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মোন্থা’, টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

মালিবাগ চৌধুরীপাড়ায় আইনের অবমাননা ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

সংরক্ষিত জলাধারে থানা ভবন নির্মাণ মালিবাগ চৌধুরীপাড়ায় আইনের অবমাননা ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

সংকটাপন্ন ৮১ নদীর অস্তিত্ব হুমকিতে

নদী বাঁচানোর উদ্যোগ কোথায়? সংকটাপন্ন ৮১ নদীর অস্তিত্ব হুমকিতে

রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পে কাটা হচ্ছে ২ হাজার ৬৩১টি গাছ

পাঁচ বছরে সবুজ গাছ কমেছে ২৬% রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পে কাটা হচ্ছে ২ হাজার ৬৩১টি গাছ

শাহ আলী মাজারে শতবর্ষী গাছ কাটা, সাংস্কৃতিক বৈষম্যের অভিযোগ তুললেন ফরহাদ মজহার

শাহ আলী মাজারে শতবর্ষী গাছ কাটা, সাংস্কৃতিক বৈষম্যের অভিযোগ তুললেন ফরহাদ মজহার

পুরোনো গাড়ি সরাতে না পেরে মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে সরকার

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা পুরোনো গাড়ি সরাতে না পেরে মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে সরকার

কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ

কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ

ধ্বংসের মুখে সুনামগঞ্জের খনিজ সম্পদ সমৃদ্ধ খাসিয়ামারা নদী

নীতিমালা ভঙ্গ করে বিএনপি নেতাকে ইজারা ধ্বংসের মুখে সুনামগঞ্জের খনিজ সম্পদ সমৃদ্ধ খাসিয়ামারা নদী