সর্বশেষ

প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মোন্থা’, টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

প্রকাশিত: ২৯ অক্টোবর ২০২৫, ০০:১০
প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিল ‘মোন্থা’, টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোন্থা’ আরও শক্তিশালী হয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। এটি মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত নাগাদ ভারতের অন্ধ্র প্রদেশ উপকূল অতিক্রম করতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় দেশের চার সমুদ্রবন্দর— চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—কে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

 

আবহাওয়া অধিদপ্তরের ৯ নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার সকাল ৬টায় প্রবল ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৯০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২৫০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে, মোংলা থেকে ১ হাজার ১৪০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে এবং পায়রা থেকে ১ হাজার ১৫৫ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।

 

প্রবল ঘূর্ণিঝড় কেন্দ্রের ৬৪ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৯০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ার আকারে ১১০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। এ সময় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে।

 

বুধবার ও বৃহস্পতিবার দেশে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে

 

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে এবং গভীর সাগরে না যেতে কঠোরভাবে নিষেধ করা হয়েছে।

 

আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড়ের সরাসরি প্রভাব বাংলাদেশে কম পড়লেও এর বর্ধিতাংশের কারণে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকেই দক্ষিণাঞ্চলে বৃষ্টি শুরু হবে, আর বুধবার থেকে এর পরিমাণ বাড়বে।

 

আবহাওয়াবিদ তরিফুল নেওয়াজ কবির বলেন, “মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে, বুধবার ও বৃহস্পতিবার দেশে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে।”
 

অন্যদিকে মো. বজলুর রশীদ জানান, “ঘূর্ণিঝড় স্থলভাগে ওঠার পরই বোঝা যাবে বাংলাদেশে এর প্রভাব কতটা হবে, তবে বৃহস্পতিবার ও শুক্রবার ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।”

 

আবহাওয়ার পূর্বাভাস অনুযায়ী—

  • বুধবার (২৯ অক্টোবর): রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অধিকাংশ জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
  • বৃহস্পতিবার (৩০ অক্টোবর): সারাদেশেই মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
  • শুক্রবার (৩১ অক্টোবর): উত্তর ও মধ্যাঞ্চলে ভারী বর্ষণ হতে পারে, এ সময় তাপমাত্রা ১–৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।
  • শনিবার (১ নভেম্বর): বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে কমে আসবে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে রাতের তাপমাত্রা সামান্য কমবে।

সব খবর

আরও পড়ুন

সাগরে নিম্নচাপ, আজ ঘূর্ণিঝড় ‘মন্থা’ রূপে দেখা দিতে পারে

সাগরে নিম্নচাপ, আজ ঘূর্ণিঝড় ‘মন্থা’ রূপে দেখা দিতে পারে

মালিবাগ চৌধুরীপাড়ায় আইনের অবমাননা ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

সংরক্ষিত জলাধারে থানা ভবন নির্মাণ মালিবাগ চৌধুরীপাড়ায় আইনের অবমাননা ও পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

সংকটাপন্ন ৮১ নদীর অস্তিত্ব হুমকিতে

নদী বাঁচানোর উদ্যোগ কোথায়? সংকটাপন্ন ৮১ নদীর অস্তিত্ব হুমকিতে

রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পে কাটা হচ্ছে ২ হাজার ৬৩১টি গাছ

পাঁচ বছরে সবুজ গাছ কমেছে ২৬% রাজশাহীতে তিন উন্নয়ন প্রকল্পে কাটা হচ্ছে ২ হাজার ৬৩১টি গাছ

শাহ আলী মাজারে শতবর্ষী গাছ কাটা, সাংস্কৃতিক বৈষম্যের অভিযোগ তুললেন ফরহাদ মজহার

শাহ আলী মাজারে শতবর্ষী গাছ কাটা, সাংস্কৃতিক বৈষম্যের অভিযোগ তুললেন ফরহাদ মজহার

পুরোনো গাড়ি সরাতে না পেরে মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে সরকার

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে ব্যর্থতা পুরোনো গাড়ি সরাতে না পেরে মালিকদের বাড়তি সুবিধা দিচ্ছে সরকার

কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ

কক্সবাজার সৈকতের অবৈধ দোকান উচ্ছেদের নির্দেশ

ধ্বংসের মুখে সুনামগঞ্জের খনিজ সম্পদ সমৃদ্ধ খাসিয়ামারা নদী

নীতিমালা ভঙ্গ করে বিএনপি নেতাকে ইজারা ধ্বংসের মুখে সুনামগঞ্জের খনিজ সম্পদ সমৃদ্ধ খাসিয়ামারা নদী